প্রতিবেদন : কোচবিহার থেকে কাকদ্বীপ, টালা থেকে টালিগঞ্জ, রাখিবন্ধন উৎসবে শামিল হল তৃণমূল কংগ্রেস। সম্প্রীতির এই উৎসবের মিলিত হলেন তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের জনপ্রতিনিধি নেতা ও কর্মীরা। শনিবার সকাল থেকেই বিভিন্ন জায়গায় পালিত হল রাখিবন্ধন (rakhi bandhan) উৎসব। কলকাতায় নেতাজি ইনডোর স্টেডিয়ামে রাখি উৎসবে হাজির হয়েছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস-সহ সমাজের বিশিষ্টরা। ছিলেন ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মহামেডানের কর্তা ও ফুটবলাররা। মহাসমারোহে পালিত হয় রাখিবন্ধন (rakhi bandhan) উৎসব। এদিন দলের মহিলা নেত্রী এবং কর্মীরা নেতাদের হাতে রাখি পরিয়ে উৎসব পালন করেছেন। রাজ্যজুড়ে সর্বত্রই এই ছবি দেখা গিয়েছে। যদিও শুক্রবার থেকেই বহু জায়গায় রাখিবন্ধন উৎসব পালন শুরু হয়ে গিয়েছিল। জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে দলের সর্বস্তরের নেতা-কর্মীরা এখন বুথ লেভেলে পৌঁছে গিয়েছেন। স্বাভাবিকভাবেই সম্প্রীতির এই রাখিবন্ধন উৎসবে যেমন এক অন্য আবহাওয়া ছিল, একইসঙ্গে ছিল মানুষের পাশে থেকে জনসংযোগের কাজও। বাংলার মানুষও তৃণমূলের নেতা-নেত্রীদের সঙ্গে স্বতঃপ্রণোদিত হয়ে শামিল হয়েছেন উৎসবে।
আরও পড়ুন- কোচবিহারে তৃণমূল কর্মীকে গুলি করে খুন