প্রতিবেদন : হাইকোর্টের রায়কে সম্মান জানিয়ে আন্দোলনকারীদের আইন মেনে সভা করার পরামর্শ দিল রাজ্য পুলিশ (West Bengal Police)। সেইসঙ্গে পুলিশের তরফে দেওয়া হল একগুচ্ছ প্রস্তাব। শুক্রবার সাংবাদিক বৈঠক করে এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম ও এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার জানান, নবান্ন এলাকায় ১৪৪ ধারা জারি থাকে। তার পরিবর্তে সাঁতরাগাছি বাসস্ট্যান্ড বা রানি রাসমণি রোডে বিক্ষোভ অভিযান করুক, রাজ্য পুলিশ-প্রশাসন পাশে থাকবে।
আরও পড়ুন- নেত্রীর নির্দেশে বৈঠকে বক্সি, প্রকল্প চলবে এমএলএ-এমপিদের তহবিলে
৯ অগাস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছে কয়েকটি সংগঠন। এই অবস্থায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু রাখতে ব্যবস্থা নিচ্ছে পুলিশ (West Bengal Police)। ইতিমধ্যেই নবান্নে বিক্ষোভ কর্মসূচিতে নিষেধাজ্ঞা জারি করতে হাওড়ার স্থানীয় ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে হাইকোর্টে আবেদন জানানো হয়। সেখানে আদালত স্পষ্ট জানিয়ে দেয় নিয়ম মেনে বিক্ষোভের অধিকার সকলের রয়েছে। এই পরিস্থিতিতে সাংবাদিক বৈঠক করেন এডিজি আইনশৃঙ্খলা জাভেদ শামিম, এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার ও কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। জাভেদ শামিম জানান, কোনও আয়োজক আমাদের কাছে অনুমতি চেয়ে আবেদন করেনি। সংবাদমাধ্যমে জানতে পেরে আমরা পুলিশি ব্যবস্থা করেছি। সুপ্রতিম সরকার জানান, নবান্ন অঞ্চলে ১৪৪ ধারা জারি থাকায় বিক্ষোভ কর্মসূচির অনুমতি দেওয়া যায় না। সেক্ষেত্রে বিকল্প ব্যবস্থা হিসেবে সাঁতরাগাছি বাস স্ট্যান্ড এবং কলকাতা রানি রাসমণি রোডে করা যেতে পারে। পুলিশ প্রশাসনের তরফ থেকে সব রকম সহযোগিতা করা হবে।