ওয়াকফ বিলের বিরোধিতায় বড় সমাবেশ করার নির্দেশ দিলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ৩০ নভেম্বর দলের সংখ্যানলঘু সেলকে রানি রাসমণি রোডে এই সভা করার নির্দেশ দিয়েছেন তৃণমূল (TMC) সুপ্রিমো। তৃণমূলের সংখ্যালঘু সেলের চেয়ারম্যাভন তথা ইটাহারের বিধায়ক মোশারাফ হোসেন ওই সমাবেশের আয়োজন করবেন। ওয়াকফ বিল নিয়ে দলের অবস্থান স্পষ্ট করবেন লোকসভায় তৃণমূলের মুখ্যেসচেতক কল্যামণ বন্দ্যািপাধ্যাবয় (Kalyan Banerjee), মেয়র ফিরহাদ হাকিমও।
আরও পড়ুন: খিদিরপুরে যুদ্ধজাহাজ সাবিত্রী, দেখতে পারবেন আমজনতা
এদিকে, বিধানসভার শীতকালীন অধিবেশনে ওয়াকফ নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে। তবে ওয়াকফ নিয়ে কে কী বক্তব্য পেশ করবেন এখনও দল জানায়নি বলে জানান মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় (Shobhandev Chatterjee)। সোমবার তৃণমূলের ওয়ারকিং কমিটির বৈঠক রয়েছে। সেখানে কে কী বলবে, কাকে কাকে বলতে দেওয়া হবে সেই বিষয়টা ঠিক করে দেওয়া হবে। কেন্দ্র যেটা করছে তার পাল্টা বিল নিয়ে আলোচনা করা হতে পারে বলে এদিন বিধানসভার অন্দরে জানান শোভনদেব।