রালতে, জ্যাকবদের সই ডায়মন্ড হারবারে

Must read

প্রতিবেদন : জুনের দ্বিতীয় সপ্তাহ থেকে কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনের খেলা শুরু করতে চায় আইএফএ। এবার প্রিমিয়ার ‘বি’ ডিভিশনে খেলবে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek banerjee) ক্লাব ডায়মন্ড হারবার এফসি। ইতিমধ্যেই আসন্ন নতুন মরশুমের জন্য দল প্রায় গুছিয়ে নিয়েছে কিবু ভিকুনার দল। আগেই ১৫ জন ফুটবলারের সঙ্গে চুক্তি চূড়ান্ত হয়ে গিয়েছিল। কয়েকদিন আগেই বাংলার মনোতোষ চাকলাদারের সঙ্গে চুক্তি প্রায় পাকা করে ফেলেছে ক্লাব। গত মরশুমের বেশ কিছু ফুটবলারদের ধরে রাখার পাশাপাশি কয়েকজন পাহাড়ি ফুটবলারদের চূড়ান্ত করেছে ডিএইচএফসি (DHFC)।

আরও পড়ুন- কুস্তিগিরদের পাশে বাইচুং-সানিয়াও

সূত্রের খবর, আই লিগের ক্লাব আইজল এফসি থেকে চারজন ফুটবলারকে সই করিয়েছে ডায়মন্ড হারবার (DHFC)। তাঁদের মধ্যে অন্যতম লেফট ব্যাক সেনা রালতে। চেন্নাইয়িন এফসি, মুম্বই সিটি, বেঙ্গালুরু এফসি, এটিকের হয়ে আইএসএলে খেলেছেন রালতে। ৩৪ বছরের অভিজ্ঞ ডিফেন্ডারকে সই করিয়ে রক্ষণ মজবুত করল কিবুর দল। এছাড়াও আইজলের মিডফিল্ডার জোশেফ ভানলালপুইয়া এবং ফরোয়ার্ড জ্যাকবকে সই করিয়েছে ক্লাব। মাঝমাঠে খেলা আইজলের আর এক ফুটবলার জেরেমি লালডিনপুইয়াকে দলে নিয়েছে ডায়মন্ড হারবার।
এছাড়াও কেরলের ফুটবলার গত মরশুমে চার্চিল ব্রাদার্সে খেলা আফডাল ভারিক্কোডানকেও চূড়ান্ত করেছে কিবুর দল। গত মরশুমে ভবানীপুরে খেলা মণিপুরের স্ট্রাইকার পিটার হাওকিপকেও দলে নিচ্ছে ডায়মন্ড হারবার। গোকুলাম কেরালা থেকে ছাড়পত্র পেলে বাংলার নরহরি শ্রেষ্ঠাকেও সই করাতে চায় ক্লাব।

Latest article