প্রতিবেদন : ডেরা সাচা সৌদার প্রধান গুরমিত রামরহিম সিং-সহ ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করল বিশেষ সিবিআই আদালত। প্রায় দুই দশক আগে ম্যানেজার রঞ্জিত সিংকে খুনের ঘটনায় এই সাজা ঘোষণা করা হল। গুরমিত ছাড়াও আর যে চারজনের যাবজ্জীবন হয়েছে তারা হলেন যশবীর সিং, অবতার সিং, কিষানলাল এবং সবদিল। উল্লেখ্য, ২০০২ সালের ১০ জুলাই খুন হয়েছিলেন রঞ্জিত সিং। ডেরা সাচা সৌদার প্রধান গুরমিত রামরহিমের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন রঞ্জিত। কিন্তু পরবর্তীকালে রামরহিমের সঙ্গে তাঁর সম্পর্কের চূড়ান্ত অবনতি হয়। রামরহিম মহিলাদের উপর যৌন নির্যাতন চালাতেন। সেই বিষয়টি প্রকাশ্যে এনেছিলেন রঞ্জিত। রামরহিমের বিরুদ্ধে মহিলাদের উপর যৌন নির্যাতনের অভিযোগ করে বহু বেনামি চিঠি সে সময় ছড়িয়ে পড়েছিল। অনুমান করা হয়, ওই কাজ ছিল রঞ্জিতের। সে কারণেই রঞ্জিতকে গুলি করে খুন করা হয়।সিবিআই চার্জশিটে জানিয়েছে, ডেরা সাচা সৌদার প্রধান গুরমিত রামরহিমের সন্দেহ ছিল, বেনামি চিঠিগুলি ছড়িয়ে দিয়েছিলেন রঞ্জিত। সে কারণেই তাঁকে খুনের চক্রান্ত করা হয়। দীর্ঘ উনিশ বছর মামলা চলার পর শেষ পর্যন্ত সোমবার সেই মামলার নিষ্পত্তি হল।
আরও পড়ুন : বৃষ্টিতে নাজেহাল অবস্থা রাজধানীবাসীর
বিশেষ আদালতের বিচারক এদিন তাঁর রায় ঘোষণা করতে গিয়ে বলেন, যাবজ্জীবন কারাদণ্ড ছাড়াও রামরহিমকে ৩১ লক্ষ টাকা জরিমানা দিতে হবে। বাকি সাজাপ্রাপ্তদের জরিমানার অঙ্ক অবশ্য আলাদা। বাকি চারজনকে ৫০ হাজার টাকা থেকে শুরু করে দেড় লক্ষ টাকা জরিমানা দিতে হবে। উল্লেখ্য, পঞ্চকুলার বিশেষ সিবিআই আদালত রঞ্জিত সিং হত্যা মামলায় গুরমিত রামরহিম সিং-সহ ৫ অভিযুক্তকে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় আগেই দোষী সাব্যস্ত করেছিল। সোমবার বিচারক শুধু সাজা ঘোষণা করেলেন। দীর্ঘ ১৯ বছর ধরে মামলা চলার কারণে একসময় হতাশ হয়ে পড়েছিলেন রঞ্জিত সিংয়ের ছেলে জগবীর সিং। একসময় জগবীর এই মামলা পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়ের কোনও সিবিআই আদালতে সরিয়ে নিয়ে যাওয়ার আবেদন করেছিলেন। কিন্তু হরিয়ানা হাইকোর্ট সেই আর্জি খারিজ করে দিয়েছিল। শেষ পর্যন্ত অবশ্য বিচার পেলেন রঞ্জিত সিংয়ের ছেলে। সাজা হল রামরহিমের। জাল ধর্মগুরুর একের পর এক কুকীর্তি এভাবে ফাঁস হতে দেখে বিস্মিত অনুগামীরা। প্রভাব খাটিয়ে বহুদিন আইনের ফাঁস এড়ালেও শেষরক্ষা হল না জালিবাবার।
প্রতিবেদন: ১৩,৪২১ শূন্যপদের জন্য দ্বিতীয় দফার ইন্টারভিউর দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal…
রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…