ফের প্যারোলে মুক্তি রাম রহিমের, বিতর্ক

এবার জেলে ফেরার দু’মাসের মধ্যেই ফের ডেরা সাচা সৌদা প্রধান গুরমিত রাম রহিম সিংয়ের প্যারোলের আর্জি মঞ্জুরে সেই বিতর্কই তীব্র হল

Must read

প্রতিবেদন : ধর্ষণ ও খুনে দোষী সাব্যস্ত হয়ে জেল খাটছেন স্বঘোষিত ধর্মগুরু রাম রহিম। অথচ তারপরেও সেই ব্যক্তিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে অন্যায্য সুবিধা দেওয়ার অভিযোগ উঠছে বিজেপির বিরুদ্ধে। এবার জেলে ফেরার দু’মাসের মধ্যেই ফের ডেরা সাচা সৌদা প্রধান গুরমিত রাম রহিম সিংয়ের প্যারোলের আর্জি মঞ্জুরে সেই বিতর্কই তীব্র হল। শুক্রবার ডেরা প্রধান এবং স্বঘোষিত ধর্মগুরু রাম রহিমের ৪০ দিনের প্যারোলের আর্জি মঞ্জুর করা হয়েছে। এই ঘটনায় প্রশ্ন উঠেছে, দু’মাসের মধ্যেই কেন ফের এই অপরাধীর প্যারোলের আর্জি মঞ্জুর করা হল? কার অঙ্গুলিহেলনে এভাবে অনায়াসে বারবার প্যারোলের আর্জি মঞ্জুর হচ্ছে? রহিমকে ঘন ঘন প্যারোলে মুক্তি দেওয়ার বিরুদ্ধে ইতিমধ্যেই সরব হয়েছে বেশ কয়েকটি সংগঠন।

আরও পড়ুন-চিনের মোকাবিলায় প্রকৃত নিয়ন্ত্রণরেখার কাছে বায়ুসেনার মহড়া

দিল্লির মহিলা কমিশনের চেয়ারপার্সন স্বাতী মালিওয়ালও এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন। তিনি বলেন, আবার ধর্ষক, খুনি রাম রহিমের ৪০ দিনের জন্য প্যারোল মঞ্জুর করা হয়েছে। নির্লজ্জতার সব সীমা ছাড়িয়ে গিয়েছে। যা পরিস্থিতি তাতে দেশবাসীর নিজের মেয়েদের সুরক্ষার কথা ভাবা উচিত। কারণ খোলা রাস্তায় এখন ধর্ষকরা ঘুরে বেড়াচ্ছে। রাজনৈতিক কারণে তাদের মদত দেওয়া হচ্ছে। এর আগে প্যারোলে মুক্তি পেয়ে উত্তরপ্রদেশের বারনাওয়া আশ্রমে গিয়েছিলেন ডেরা প্রধান। রাম রহিমের শিবিরে একাধিক বিজেপি নেতাকেও দেখা যায়।

Latest article