কায়েশ আনসারি, দার্জিলিং: শিক্ষার আলো ছড়িয়ে পড়ুক সমাজের প্রতি কোণায়। আচার, নিষ্ঠার সঙ্গে বেড়ে উঠুক প্রতিটি শিশু। শিখুক মূল্যবোধ। এই বিষয়টি ভেবেই রামকৃষ্ণ মিশনের (Ramakrishna Mission) মহৎ উদ্যোগ। পাহাড়ের বুকে গড়ে উঠছে দরিদ্র শ্রেণির নিচে বসবাসকারী পরিবারের শিশুদের জন্য ইংরেজি মাধ্যম স্কুল। আগামী বছর থেকেই দার্জলিঙে চালু হবে এই স্কুল। প্রাথমিকভাবে নার্সারি ও আপার কেজি। পরবর্তীতে অন্যান্য শ্রেণি চালু করারও ভাবনার কথা জানালেন দার্জলিঙ রামকৃষ্ণ মিশনের (Ramakrishna Mission) সেন্টার প্রধান স্বামী মহাতপানন্দ। তিনি বলেন, শুধু আধুনিক পঠন-পাঠন নয়, ইংরেজি মাধ্যম এই স্কুলে শিশুরা শিখবে মূল্যবোধ, সমাজের প্রতি তাদের দায়িত্বও বিভন্ন কাজের মধ্য দিয়ে শেখানো হবে তাদের। কারণ শিশুরাই হল সমাজের ভবিষ্যৎ। প্রত্যেকটি শিশুই যদি সুন্দর শিক্ষা পেয়ে বড় হয় তাহলে সমাজ হবে সুন্দর। রামকৃষ্ণ মিশনের এই স্কুলটি দার্জিলিংয়ের লেবোং কার্ট রোডে রায় ভিলায় হবে। সঙ্গে থাকবে মিশনও। এই বাড়িটি ইতিহাসে সাক্ষী। এখানে ভগ্নি নিবেদিতা শেষ নিশ্বাস ত্যাগ করেছিলেন। এই স্কুলে ভর্তির জন্য নুন্যতম একটি ফিজ দিতে পড়ুয়াদের। শীতের ছুটির সময় দুই মাস শিশুদের যে বিশেষ পঠানপাঠানের ব্যবস্থা করা হবে সেই ফিজে ১০ শাতাংশ ছাড় দেওয়া হবে। রামকৃষ্ণ মিশনের এই উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন পাহাড়ের বাসিন্দারা।
আরও পড়ুন-রাজ্যের উদ্যোগে ২০ শতাংশ বোনাস পেয়ে খুশি চা-শ্রমিকেরা