ফাইনালে উঠে চমক প্রজ্ঞানন্দের

Must read

চেন্নাই, ২৫ মে : অনলাইন র‍্যা পিড দাবা প্রতিযোগিতা চেজেবল মাস্টার্সের ভারতের খুদে দাবাড়ু প্রজ্ঞানন্দ রমেশবাবুর (Rameshbabu Praggnanandhaa) স্বপ্নের দৌড় অব্যহত। ভারতীয় বংশোদ্ভূত ডাচ অনীশ গিরিকে (Anush Giri) হারিয়ে ফাইনালে উঠে বড় চমক দিল প্রজ্ঞানন্দ। ফাইনালে তার সামনে এবার বিশ্বের দু’নম্বর দাবাড়ু চিনের ডিং লিরেন। যিনি আবার বিশ্বের এক নম্বর কার্লসেনকে হারিয়ে প্রজ্ঞানন্দের মুখোমুখি হয়েছেন।

আরও পড়ুন: পাতিদারের সেঞ্চুরি, ফাইনালের দরজায় আরসিবি

মজার কথা, ক্লাব ইলেভেনের ছাত্র প্রজ্ঞার আবার একই সঙ্গে স্কুলের পরীক্ষাও চলছে। মঙ্গলবার রাতে জেতার পর ভারতীয় খুদে দাবাড়ুর প্রথম প্রতিক্রিয়াই ছিল, ‘‘কাল (বুধবার) সকাল পৌনে ন’টার মধ্যে স্কুলে পৌঁছতে হবে। এদিকে, এখনই রাত দুটো বাজে!’’ প্রসঙ্গত, চলতি বছরে কার্লসেনকে দু-দু’বার হারিয়ে সবাইকে চমকে দিয়েছে বিস্ময় দাবাড়ু প্রজ্ঞানন্দ (Rameshbabu Praggnanandhaa)। গত ফেব্রুয়ারিতে এয়ারথিংস মাস্টার্সে প্রথমবার কার্লসেনকে হারানোর পর, এই টুর্নামেন্টেও তাঁকে হারিয়েছিল প্রজ্ঞা। ১৬ বছর বয়সি প্রজ্ঞার সামনে এবার দারুণ সুযোগ একই টুর্নামেন্টে বিশ্বের এক এবং দু’নম্বরকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার।
সেমিফাইনাল ম্যাচটাও প্রজ্ঞানন্দের কাছে কঠিন পরীক্ষা ছিল। কারণ তার প্রতিদ্বন্দ্বী টুর্নামেন্টে অপরাজিত থেকে শেষ চারে উঠেছিলেন। প্রথম চার গেমের পর রেজাল্ট ছিল ২-২। শেষ ম্যাচ ছিল টাইব্রেকার। আর তাতে পয়েন্টের বিচারে এগিয়ে থাকার জন্য ফাইনালে উঠে যায় প্রজ্ঞা।

Latest article