সংবাদদাতা, হুগলি : মাহেশের রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়ের সৌজন্যে হুগলি জেলার মুকুটে নতুন পালক। মাহেশ রামকৃষ্ণ আশ্রম বিদ্যালয় এ বছরের রাজ্যের সেরা স্কুলের সম্মান পেতে চলেছে। এই খবর পাওয়া মাত্রই খুশির জোয়ার স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে ছাত্র-ছাত্রী এবং প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মধ্যে। আগামী ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবসে রাজ্য শিক্ষা দফতরের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে বিদ্যালয় কর্তৃপক্ষের হাতে। বিখ্যাত শিশু সাহিত্যিক অরূপ মহারাজের হাত ধরে ১৯৫২ সালে এই বিদ্যালয়ের পথ চলা শুরু হয়েছিল।
আরও পড়ুন-তারাপীঠে ভক্তের ভিড় বাড়ছে, রাতভর যাগযজ্ঞে শরিক সবাই
ছোট একটি খড়ের চালা বাড়িতে এবং বাঁশের বেড়া দেওয়া ঘরে কয়েক জন ছাত্র নিয়ে শুরু হয় স্কুলটি। এরপর জেলায় তথা রাজ্যে শিক্ষাক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিয়েছে এই বিদ্যালয়। অরূপ মহারাজের প্রতিষ্ঠিত স্কুলটি তারই সুযোগ্য শিষ্য স্বামী সোমানন্দ মহারাজের হাত ধরে আজ মহীরুহে পরিণত হয়েছে। এই স্কুল থেকে হাজার হাজার ছাত্র পড়াশোনা করে সমাজে বিভিন্ন উচ্চ স্তরে প্রতিষ্ঠিত হয়েছেন। হুগলি জেলা পরিষদের শিক্ষা কর্মধ্যক্ষ ড: সুবীর মুখোপাধ্যায় জানান আমাদের জেলার এই স্কুলটি শিক্ষাক্ষেত্রে এক অনন্য নজির স্থাপন করেছে, প্রতি বছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মেধা তালিকায় ধারাবাহিকভাবে এখানকার ছাত্রদের নাম থাকে ,তারই নিরিখে রাজ্যের শিক্ষা দফতর যে সিদ্ধান্ত নিয়েছে তা একেবারে সঠিক। অন্যদিকে এই স্কুলের প্রাক্তন ছাত্র অভিজিৎ মুখোপাধ্যায় সুদূর রামেশ্বরম থেকে জানান এই খবরে আমি আপ্লুত ,কারণ দশ বছর আমি এই স্কুলের পড়াশোনা করেছি, এখানকার শিক্ষকদের কাছ থেকে যে শিক্ষা পেয়েছি আমার সহপাঠীদের থেকে যে ভালোবাসা পেয়েছি সেই মধুর স্মৃতি আমি কখনো ভুলতে পারবো না, আশা করি আগামী দিনগুলিতেও আমাদের স্কুল এইরকম ভাবে বাংলার শিক্ষাক্ষেত্রে এক দৃষ্টান্ত আপন করে এগিয়ে যাবে ।