প্রতিবেদন : পশ্চিম মেদিনীপুরের কর্ণগড়ের বিদ্রোহী রানি শিরোমণির (Rani Shiromani) ইতিহাস পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করার দাবি জানানো হল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। বৃহস্পতিবার প্রতিরক্ষা মন্ত্রকের পরামর্শদাতা কমিটির বৈঠকে এমন দাবি জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ সুখেন্দুশেখর রায়। বৈঠক-সূত্রে খবর, এদিন ভারতীয় সেনাবাহিনীতে মহিলাদের ক্ষমতায়ন নিয়ে আলোচনায় রানি লক্ষ্মীবাই, বেগম হজরত মহলের প্রসঙ্গ ওঠে। সুখেন্দুশেখর এই আলোচনায় অংশ নিয়ে বলেন, প্রতিরক্ষা মন্ত্রকের ইতিহাস বিভাগে ভারতের অজানা, অশ্রুত এবং অখ্যাত বিদ্রোহীদের কথা অন্তর্ভুক্ত করা উচিত। এ-প্রসঙ্গে তিনি বাংলার রানি শিরোমণির (Rani Shiromani) উল্লেখ করে বলেন, লক্ষ্মীবাই কিংবা হজরতের থেকে প্রায় এক শতাব্দী আগে পশ্চিম মেদিনীপুরের কর্ণগড়ের রানি শিরোমণি ইংরেজদের বিরুদ্ধে কৃষকদের নিয়ে চুয়াড় আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। সাহসিনীর মতো লড়াই করে পরাস্ত হয়ে দীর্ঘ বন্দিদশার শেষে ১৮১২ সালে তিনি মৃত্যু বরণ করেন। এই অধ্যায় ইতিহাস-পাঠ্যবইয়ে আনার প্রয়োজন আছে। সুখেন্দু বলেন, রানি শিরোমণিকে পাঠ্যে আনতে প্রতিরক্ষা মন্ত্রক শিক্ষামন্ত্রককে অনুরোধ করুক। নতুন প্রজন্মের এই ইতিহাসের কথা জানার দরকার। বাংলা ও বাঙালির ব্রিটিশ-বিরোধী লড়াই যে অনেক আগেই শুরু তারও সাক্ষী ইতিহাস।
আরও পড়ুন: ভাষাসন্ত্রাস ও এসআইআর সংসদ উত্তাল করল তৃণমূল