প্রতিবেদন: নজিরবিহীন ঘটনা। ধর্ষণে অভিযুক্তকে নগ্ন করে করা হল ব্যাপক মারধর। গোটা গ্রাম ঘোরানো হল গরুর গাড়ির সঙ্গে বেঁধে। ঘটনাটি ঘটেছে যোগীরাজ্যের বহরাইচে। এই ঘটনাকে কেন্দ্র করে প্রশ্ন উঠেছে গেরুয়া পুলিশের ভূমিকায়। রাজ্যবাসীর অভিযোগ, অপদার্থ পুলিশ সময়মতো ব্যবস্থা না নেওয়ার ফলে একদিকে যেমন বেড়েই চলেছে ধর্ষণ এবং নারী নির্যাতনের ঘটনা, অন্যদিকে মানুষ বাধ্য হচ্ছেন নিজেদের হাতে আইন তুলে নিতে। দেখেও দেখছে না পুলিশ। এর ভয়াবহ প্রভাব পড়ছে সমাজজীবনে। জানা গিয়েছে, ধর্ষণে অভিযুক্ত ওই যুবক বেপাত্তা ছিল বেশ কিছুদিন ধরে।
আরও পড়ুন-বিদ্যুৎ সমস্যার সুরাহায় নতুন তিন ট্রান্সফর্মার বসাচ্ছে পর্ষদ
বৃহস্পতিবার হঠাৎই গ্রামে দেখা যায় তাকে। গ্রামের পুরুষ-মহিলারা মিলে তাকে আটকে রেখে রীতিমতো গণপ্রহার করে। কিন্তু তাতেও রাগ মেটেনি তাদের। যুবকটির পোশাক টেনে ছিঁড়ে দিয়ে সম্পূর্ণ বিবস্ত্র করে দেয় তাকে। তারপরে গরুর গাড়িতে বেঁধে অভিযুক্তকে ঘোরানো হয় গোটা গ্রাম। পিছন পিছন ছুটতে থাকে গ্রামের নারী-পুরুষের দল। সঙ্গে ব্যাপক গালিগালাজ। মাঝেমধ্যে চড়-থাপ্পড়ও। কিন্তু প্রতিবাদ জানান এক মহিলা। এই ঘটনায় জড়িত গ্রামবাসীদের বিরুদ্ধে এফআইআর করেছেন তিনি। দাবি করেছেন কড়া পদক্ষেপ। মহিলার অভিযোগ, কিছু গ্রামবাসীর চক্রান্তেই ফাঁসানো হয়েছে তাঁর দেওরকে।