প্রতিবেদন : আরজি কর-কাণ্ডের নির্যাতিতার নাম ভাঙিয়ে ফের কুকীর্তি চিকিৎসক-পড়ুয়াদের একাংশের! কলকাতা মেডিক্যাল কলেজের স্টুডেন্টস বডির বিরুদ্ধে যৌন হেনস্থার বেআইনি তদন্তের বিস্ফোরক অভিযোগ। অভয়া (Abhaya cell member) মঞ্চ গঠন করে সুবিধাবাদী চিকিৎসক-পড়ুয়ারা একটি যৌন নিগ্রহের সমান্তরাল তদন্ত করছেন বলে লিখিত অভিযোগ জমা পড়েছে মেডিক্যাল কলেজের অধ্যক্ষের কাছে। এই অভিযোগ উঠে আসার পরই স্টুডেন্ট বডি অভয়া সেলের (Abhaya cell member) এক সদস্য পদত্যাগ করেছেন।
মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের বক্তব্য, যেমন অভিযোগ এসেছে, পুরো ঘটনা যদি সেরকমই হয়, সেক্ষেত্রে এটি বেআইনি এবং মারাত্মক অভিযোগ। ইতিমধ্যেই পুরো বিষয়টি খতিয়ে দেখার কলেজ কর্তৃপক্ষের তরফে এনকোয়ারি কমিটি গঠন করা হয়েছে।
আরও পড়ুন- মোদি-রাজ্যে জন্মেও রক্ষে নেই, কী কাণ্ড! বাংলাদেশে পুশব্যাক