ধর্ষক রাম রহিমকে (Ram Rahim) বারবার প্যারোলে মুক্তি দিচ্ছে হরিয়ানার বিজেপি সরকার। আবারও ২১ দিনের জন্য প্যারোলে ছাড়া পেলেন জোড়া ধর্ষণ এবং একাধিক খুনে দোষী সাব্যস্ত ‘স্বঘোষিত ধর্মগুরু’ গুরমিত রাম রহিম। এই নিয়ে গত ৪ বছরে ১০ বার প্যারোলে মুক্তি পেলেন। এই নিয়ে আবারও সরব হয়েছেন বিরোধীরা।
আরও পড়ুন- কর্মবিরতিতে বাড়ছে ক্ষোভ, বিনা চিকিৎসায় মৃত্যুর কোলে ৩ রোগী
২টি ধর্ষণ ও নিজের ম্যানেজারকে খুনের দায়ে ২০ বছরের সাজাপ্রাপ্ত গুরমিত রাম রহিম (Ram Rahim)। নিজের ডেরায় দুই শিষ্যাকে ধর্ষণের অভিযোগে রাম রহিমকে কুড়ি বছরের কারাদণ্ড দিয়েছিল হরিয়ানার পঞ্চকুলা আদালত। এই ঘটনার কথা প্রকাশ্যে আনার জন্য খুন হতে হয় এক সাংবাদিককে। সেই খুনের ঘটনায় আরও তিনজনের সঙ্গে দোষী সাব্যস্ত হয়েছেন রাম রহিম। এছাড়াও ২০০২ সালে ডেরার ম্যানেজার রঞ্জিত সিংকে খুনের ঘটনায় দোষীর তালিকায় রয়েছে তাঁর নাম। অথচ জেলে যাওয়ার পর থেকে লাগাতার প্যারোলে মুক্তি পাচ্ছেন এহেন অপরাধী। তাঁকে রাজার হালে রেখেছে বিজেপি সরকার। যা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধীরা।