সংবাদদাতা, জলপাইগুড়ি : মুকুটমণি অধিকারী, জগন্নাথ সরকারের পর এবার কুকীর্তির শিরোনামে ধূপগুড়ি পূর্ব মণ্ডলের সভাপতি আশিস কর্মকার। মহিলাদের নির্যাতনের বিরুদ্ধে একের পর এক নোংরা অভিযোগ উঠে আসছে বিজেপির এই নেতাদের বিরুদ্ধে। সম্প্রতি অঙ্গনওয়াড়ির সহায়িকার চাকরি দেওয়ার নামে ধর্ষণের অভিযোগ উঠল উঠল বিজেপির ধূপগুড়ি পূর্ব মণ্ডলের সভাপতি আশ্স কর্মকারের বিরুদ্ধে। তাঁর ছবি বিজেপির বর্তমানে সর্বভারতীয় সহসভাপতি এবং রাজ্য সভাপতির সঙ্গে জ্বলজ্বল করছে সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন-ভোপালে সরকারি ভবনে অগ্নিকাণ্ড, দুর্নীতির নথি পুড়িয়েছে বিজেপি, বিস্ফোরক দাবি
ইতিমধ্যেই ছবিগুলি ভাইরাল হয়ে গিয়েছে। যা নিয়ে সরগরম উত্তরের রাজনীতি। এমন কুৎসা প্রকাশ্যে আসার পর বিজেপির রাজ্য নেতারা মুখে কুলুপ এঁটেছেন। এই ঘটনায় ধূপগুড়ি থানায় অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা মহিলা। অভিযোগ পেয়ে বিজেপি নেতার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা শুরু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও অভিযোগ অস্বীকার করেছেন ধূপগুড়ির ওই বিজেপি নেতা। এদিকে পঞ্চায়েত নির্বাচনের আগে ধূপগুড়ির বিজেপি নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। অভিযোগ, প্রায় সাত বছর আগে বিজেপির নেতা আশিস কর্মকারের সঙ্গে পরিচয় হয় নির্যাতিতার।
আরও পড়ুন-ট্যুইটার বন্ধের হুমকি দেয় মোদি সরকার
বিজেপি নেতা হওয়ার কারণে তাকে অঙ্গনওয়াড়ির সহায়িকার চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেন অভিযুক্ত। আর এই বাহানায় বিজেপি নেতার সঙ্গে মহিলার ঘনিষ্ঠতা শুরু হয়। আর তাঁরস্বামী বাইরে থাকার কারণেঅঙ্গনওয়াড়ির সহায়িকার চাকরির প্রলোভন দিয়ে গত পাঁচ বছর মহিলাকে ধর্ষণ করে আসছেন বিজেপির নেতা বলে অভিযোগ। গত ৮ মার্চ মহিলার স্বামী পুজোর কাজে বাইরে গেলে আশিস কর্মকার মহিলার বাড়িতে তাঁর ঘরে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করেন। এই বিষয়ে কাউকে বলতে গেলে বিজেপি নেতা ভয়ভীতি দেখান এবং প্রাণে মারার হুমকি দেন বলে অভিযোগ করেন নির্যাতিতা। ঘটনার পর থেকে ফেরার অভিযুক্ত বিজেপি নেতা।
আরও পড়ুন-পোড়ানো হয়েছে ২৫৩টি চার্চ, দাবি কুকিদের
ধূপগুড়ির তৃণমূল কংগ্রেসের ধূপগুড়ি গ্রামীণ ব্লক সভাপতি দীপু রায় বলেন, বিভিন্ন সময়ে দেখতে পেয়েছি বিজেপির কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে রাজ্য নেতৃত্ব পর্যন্ত নারী আসক্ত। তাই এটা কোনও ব্যতিক্রমী ঘটনা নয়, আমরা অভিযুক্ত বিজেপি নেতার শাস্তি দাবি করছি।