বিজেপির উত্তরপ্রদেশ-ওড়িশা পাল্লা দিয়ে চলছে ধর্ষণ

Must read

প্রতিবেদন : যেন ধর্ষণের (Rape) আঁতুড়ঘর হয়ে উঠেছে বিজেপি-শাসিত উত্তরপ্রদেশ! এর সঙ্গে পাল্লা দিয়ে নিজেদেরকে আজ ভারতের ‘ধর্ষণের রাজধানী’ হিসেবে তৈরি করেছে আরও এক বিজেপি-শাসিত রাজ্য— ওড়িশা। লখনউয়ের ইন্দিরানগরে, মাত্র ৪ বছরের এক শিশুকে ধর্ষণ করেছে স্কুল ভ্যানের চালক। নির্যাতিতার মায়ের অভিযোগ, তিনি আগেই স্কুল কর্তৃপক্ষকে ওই চালকের ব্যাপারে সতর্ক করেছিলেন। কিন্তু তবুও কোনও পদক্ষেপ করা হয়নি। এমনকী এই ঘটনার পর এখনও পর্যন্ত স্কুলের কোনও কর্মচারীকে গ্রেফতার করা হয়নি। পুরো ঘটনার পেছনে নিজেদের ঘাড় থেকে দায় ঝেড়ে ফেলতে স্কুল কর্তৃপক্ষ বিজেপিকে টাকা দিয়ে আইনি দায় থেকে রেহাই পাওয়ার চেষ্টা করছে। অপরদিকে, প্রশাসনও কাঠের পুতুলের মতো কাজ করছে। উত্তরপ্রদেশ পুলিশ অভিযুক্তকে বাঁচানোর চেষ্টা করছে, আর যোগী সরকারও নিজের চোখের সামনে আইন-শৃঙ্খলার এই প্রহসনকে প্রশ্রয় দিচ্ছে! এদিকে, ওড়িশায় ধর্ষণের রেশ যেন কাটছেই না। কয়েকজন কোচের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ এনেছে এক নাবালিকা। সেই রাজ্যে নবীন পট্টনায়কের সরকারের আমলে প্রশিক্ষণের রূপ তৈরি হয়েছে বলে ব্যাপক প্রচার করা হয়েছিল। এখন প্রতিভাবান কিশোর-কিশোরীরা যখন সেদিকে ছুটছে, তখন সেই সুযোগ নিয়ে ১৫ বছরের এক নাবালিকাকে গণধর্ষণ করল কয়েকজন কোচ।
অভিযোগ ওড়িশার জাজপুর জেলায় চার হকি প্রশিক্ষক গণধর্ষণ করে ওই নাবালিকাকে। ৩ জুলাই স্থানীয় একটি স্টেডিয়ামে প্রশিক্ষণ শেষ হওয়ার পর নাবালিকাকে একটি লজে ডিনারে আমন্ত্রণ জানায় অভিযুক্ত চারজন। তাদের বয়স আনুমানিক ৩০-এর কাছাকাছি। সেই লজে গণধর্ষণের পর নাবালিকাকে বিভিন্নভাবে ভয় দেখানো হয়।
নাবালিকার অভিযোগের ভিত্তিতে চার অভিযুক্ত প্রশিক্ষককে আটক করেছে ওড়িশা পুলিশ। আদালতে নাবালিকার গোপন জবানবন্দি নেওয়া হয়েছে। এখন প্রশ্ন উঠছে, তাহলে নিরাপত্তা কোথায়? যেখানে মোদি সরকার ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ বলে গলা ফাটিয়ে ফেলছে সেখানে ডবল ইঞ্জিন সরকারের রাজ্যেই রোজ নতুন করে রেকর্ড গড়ছে ধর্ষণের (Rape) মতো ঘৃণ্য অপরাধ।

আরও পড়ুন- দেশে প্রথম, ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’: নয়া প্রকল্প ঘোষণা মুখ্যমন্ত্রীর

Latest article