সংবাদদাতা, রায়গঞ্জ : রায়গঞ্জে ধরা পড়ল বিরল প্রজাতির ৬৫০টি কচ্ছপ। শনিবার রাতে তল্লাশি চালিয়ে কচ্ছপগুলিকে উদ্ধার করেছে রায়গঞ্জ (Raigunj) বন বিভাগ। জানা গিয়েছে, রাত আটটা নাগাদ ইটাহারের বাঙার চেকপোস্টে দুটি পিকআপ ভ্যানে তল্লাশি চালান বনকর্মীরা। এই দলটিতে বন দফতরের ২০ জন সদস্য ছিলেন। রায়গঞ্জের (Raigunj) ডিএফও কমল সরকার জানিয়েছেন, গোপন সূত্রে খবর এসেছিল বন দফতরের কাছে। সেই খবর পেয়েই ইটাহারের বাঙার চেকপোস্ট অপেক্ষায় ছিলেন তাঁরা। সেই সময়ই দুটি পিকআপ ভ্যানকে আটক করা হয়। আর সেগুলিতে তল্লাশি চালানো মাত্রই বিরল প্রজাতির বিপুল সংখ্যক কচ্ছপ উদ্ধার হয়। পিকআপ ভ্যান দুটিও বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে, অভিযুক্তরা এখনও পলাতক। কচ্ছপগুলি উত্তরপ্রদেশ থেকে মালদহের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল।