প্রতিবেদন : বিরল অস্ত্রোপচার। কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজে। এক শিশুর শ্বাসনালি থেকে বের করা হল বাঁশির টুকরো। ব্রঙ্কোস্কপি করে। ওই শিশুর নাম সাহাবুল আখুন। ডাক্তারা বলেন, ওই শিশুটি যখন কাশছিল তখন বাঁশির শব্দ বের হচ্ছিল। তখনই চিকিৎসকদের সন্দেহ হয়। এরপর জরুরি ভিত্তিতে অপারেশন করা হয়। সরকারি হাসপাতালে সম্পূর্ণ নিখরচায় এই জটিল অস্ত্রোপচার প্রমাণ করল এ রাজ্যে চিকিৎসা ব্যবস্থা যথেষ্ট উন্নত। সেই সঙ্গে আন্তরিক ডাক্তাররাও।
আরও পড়ুন-কালীঘাটে রাজ্যপাল
বাঁশি ভেতরে চলে যাওয়ায় সাহাবুলের পরিবার তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে রেফার করা হয় বারুইপুর হাসপাতালে। তারপর চিত্তরঞ্জন মেডিক্যালে। চিত্তরঞ্জন মেডিক্যালে প্রাথমিক চিকিৎসা করার পর রেফার করে ন্যাশনাল মেডিক্যালে। ওখানেই ইএনটি দফতরে জরুরি ভিত্তিতে অপারেশন করা হল। প্রাণ ফিরল সাহাবুলের। তার বাবা বলেছেন, ইএনটি বিভাগের ডাক্তাররা অসাধ্যসাধন করেছেন। ছেলে বেঁচে বাড়ি ফিরবে এটা ভাবতেও পারিনি। ডাক্তাররা জানিয়েছেন, সাহাবুল সম্পূর্ণ সুস্থ। তাকে মেডিক্যাল ডায়েট দেওয়া হচ্ছে। সবকিছু ঠিকঠাক থাকলে বুধবার তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। গত সোমবার নবান্নের বৈঠকে মুখ্যমন্ত্রী বারবার রেফার বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন। এক্ষেত্রেও তিনটি হাসপাতাল ঘুরে শেষ পর্যন্ত ওই শিশুর জটিল অস্ত্রোপচার হল ন্যাশনাল মেডিক্যালে।