বাঁদিকে গলব্লাডার, বিরল অস্ত্রোপচার রায়গঞ্জে

গলব্লাডারের অবস্থা খুবই খারাপ ছিল। তবে আর সমস্যা হবে না। শনিবার ছুটি দিয়ে দেওয়া হবে। অস্ত্রোপচার করতে ৩০ মিনিট সময় লেগেছে।

Must read

প্রতিবেদন : ডানদিকে হৃৎপিণ্ড খুবই বিরল ঘটনা। সাধারণত তা থাকে বুকের বাঁদিকে। এর বিপরীতে গলব্লাডার থাকে পেটে, ডানদিকে। ডানদিকে হৃৎপিণ্ড থাকায় খুন না হয়ে বেঁচে গিয়েছেন, এমন কাহিনি গল্প-উপন্যাসে মেলে। রায়গঞ্জ ব্লকের গোড়াহার গ্রামের ৫৩ বছরের আবেদা বিবির গলব্লাডার অস্ত্রোপচার করতে গিয়ে চিকিৎসকেরা হতভম্ব। তাঁর গলব্লাডার ডানদিকে নয়, রয়েছে বাঁদিকে।

আরও পড়ুন-যৌননিগ্রহে মুখ বন্ধ রাখতে টাকা বিলি, বলছে চার্জশিট

রায়গঞ্জের এক বেসরকারি হাসপাতালে গলব্লাডারে অস্ত্রোপচার করতে যান আবেদা। তখনই ধরা পড়ে বিরল ঘটনাটি। যদিও অস্ত্রোপচারে কোনও সমস্যা হয়নি। চিকিৎসক অরূপকুমার দত্ত জানিয়েছেন, অস্ত্রোপচারের পর সুস্থ আছেন আবেদা। গত ২৫ জুন ডানদিকে পেটে ব্যথা নিয়ে চিকিৎসার জন্য আসেন আবেদা। ইউএসজি করে দেখা যায় গলব্লাডারে পাথর। অস্ত্রোপচার করতে গিয়ে দেখা যায় গলব্লাডার বাঁদিকে। ২০ লক্ষে এমন ঘটনা একজনের হয়। গলব্লাডারের অবস্থা খুবই খারাপ ছিল। তবে আর সমস্যা হবে না। শনিবার ছুটি দিয়ে দেওয়া হবে। অস্ত্রোপচার করতে ৩০ মিনিট সময় লেগেছে।

Latest article