সিমলিপালে খুন বিরল বাঘ! প্রশ্ন উঠছে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে

Must read

সিমলিপাল ব্যাঘ্রপ্রকল্পে চোরাশিকারিরা খুন করেছিল মেলানিস্টিক টাইগারকে (Melanistic Tiger)। ওড়িশায় এই নিয়ে বছর দুয়েকের মধ্যে এটি দ্বিতীয় ঘটনা। এই ঘটনায় বন দফতর উদালা থানার তেন্তলা এবং বারিপদার বালিঘাট এলাকা থেকে ৪ চোরাশিকারিকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনার ফলে সিমিলিপালের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ফের প্রশ্ন উঠেছে। কী করছে সিমলিপাল ব্যাঘ্রপ্রকল্পের কর্তৃপক্ষ?

কালো-সোনালি ডোরাকাটা এই রয়্যাল বেঙ্গল টাইগারের (Melanistic Tiger) একমাত্র বাসস্থান এখন সিমলিপাল। আর সব মিলিয়ে মোট ২০টি মেলানিস্টিক বাঘ পড়ে রয়েছে এই জঙ্গলে। কালো-সোনালি ডোরাকাটা বাঘের প্রজাতির বৃদ্ধির আশায় থাকা সিমলিপাল কর্তৃপক্ষ চোরাশিকারিদের তাণ্ডব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

আরও পড়ুন- ঝড় তোলা হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধ হয়ে যাচ্ছে

বাঘটিকে খুন করা হয়েছে চামড়া, নখ, দাঁত এবং অন্যান্য মূল্যবান দেহাংশের জন্য। এই বাঘ কোনও আলাদা প্রজাতি নয়। মেলানিন নামক একটি রঞ্জক বেশী থাকে বলে দেহের রং কালো হয়। একে মেলানিস্টিক টাইগার বলা হয়। তবে বন্যপ্রাণ বিশেষজ্ঞদের মতে, জিনগত ভারসাম্যের জন্য এটি খুবই অস্বাভাবিক এবং দীর্ঘমেয়াদে তা প্রকৃতির জন্য ক্ষতিকর।

সিমিলিপালের মতো সংরক্ষণ এলাকা রক্ষায় আরও কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ প্রয়োজন। নাহলে মেলানিস্টিক বাঘ একদিন বিলুপ্ত হতে পারে বলে আশঙ্কা।

Latest article