সংবাদদাতা, নবদ্বীপ : জগদ্ধাত্রী পুজো শেষ হতেই চৈতন্যভূমি নবদ্বীপে শুরু হয়ে গেছে জোরকদমে রাসের প্রস্তুতি। শহর জুড়ে বিভিন্ন ক্লাব রাস্তার পাশে রাসের মূর্তি তৈরি থেকে শুরু করে মণ্ডপ তৈরি করতে জোরকদমে প্রস্তুতি নিয়ে ফেলেছে। অধিকাংশ রাসের মূর্তি শেষ পর্যায়ে তুলির টান দিচ্ছেন শিল্পীরা।
আরও পড়ুন : মতুয়ারা যোগ দিলেন তৃণমূলে
আগামী শুক্রবার থেকে শুরু হয়ে যাবে নবদ্বীপের রাস। পরের দুই থেকে তিনদিন ধরে প্রতিমা বিসর্জনের পালা চলবে। দর্শক টানতে বেশকিছু বারোয়ারি কমিটি থিমের আয়োজন করেছে। কারণ নবদ্বীপের রাস উৎসবে একাধিক প্রতিমা দেখতে পান দর্শকরা, তাই ঐতিহ্যের দিক থেকে যথেষ্ট গুরুত্ব রয়েছে নবদ্বীপ শহরের রাস ঘিরে। চলছে করোনা পরিস্থিতি। তাই প্রশাসনিক মহল থেকে শোভাযাত্রা করায় নিষেধাজ্ঞা জারি হয়েছে। কিন্তু গুটিকয়েক লোক নিয়ে নবমী করতে পারবেন এবং পুজো মণ্ডপের মধ্যেই বাজনা বাজিয়ে আনন্দ উপভোগ করতে পারবেন। তবে সবটাই স্বাস্থ্যবিধি মেনে করতে হবে উদ্যোক্তাদের।