উইকেট নেওয়ার বোলার নয় রশিদ, আফগান স্পিনারকে নিয়ে লারার উপলব্ধি

Must read

মুম্বই, ২৫ এপ্রিল : টি-২০ ফরম্যাটে বিশ্বের অন্যতম সেরা স্পিনার হিসেবে তাঁকে চিহ্নিত করেন বিশেষজ্ঞরা। সেই রশিদ খানকে বাড়তি গুরুত্ব দিতে নারাজ ব্রায়ান লারা (Brian Lara)। বরং ক্যারিবিয়ান কিংবদন্তি মনে করেন, উইকেট শিকারী বোলার বলতে যা বোঝায়, তা আফগান স্পিনার নন।

আরও পড়ুন – বায়ো-বাবল ছাড়াই সিরিজের ভাবনা বোর্ডের, ভারত বনাম দক্ষিণ আফ্রিকা

সানরাইজার্স হায়দরাবাদের হয়ে বেশ কয়েকটা মরশুম খেলার পর, এবার জার্সি বদলে রশিদ যোগ দিয়েছেন গুজরাট টাইটান্সে। বুধবার সানরাইজার্সের ম্যাচ রয়েছে গুজরাটের বিরুদ্ধে। হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজির হয়ে আইপিএলে ৭৬ ম্যাচ খেলে ৯৩ উইকেট দখল করেছেন রশিদ। ইকনমি রেট ৬.৩৩। সব মিলিয়ে আইপিএলে ১০০ উইকেট রয়েছে তাঁর।

সানরাইজার্সের ব্যাটিং কোচ লারা (Brian Lara) যদিও সাফ জানাচ্ছেন, রশিদের অভাব বোধ করছে না দল। তাঁর বক্তব্য, ‘‘রশিদ খানকে আমি সম্মান করি। কিন্তু আমার বিশ্বাস, সানরাইজার্সে সঠিক কম্বিনেশন আছে। রশিদ এমন একজন বোলার, যার বিরুদ্ধে ব্যাটাররা রক্ষণাত্মক মানসিকতা নিয়ে খেলে। খুব বেশি উইকেট নেওয়ার মতো বোলার ও নয়।’’ লারা আরও বলেন, ‘‘হ্যাঁ, টি-২০ ক্রিকেটে প্রতি ওভারে সাড়ে পাঁচ-ছয় রান দেওয়াটা অবশ্যই কৃতিত্বের। কিন্তু আমাদের টিমে ওয়াশিংটন সুন্দর আছে। যে প্রথম ছ’ওভারে বাঁ হাতি ব্যাটারদের ভিতরের দিকে বল আনতে পারে। ও দলের সম্পদ। চোটের কারণে ওর পরিবর্তে সুচিথ এসেছে। সুচিথও দলের সম্পদ।’’

Latest article