প্রতিবেদন : টানা ১৭ দিন ধরে উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের ত্রাতা হয়ে উঠেছিলেন র্যাট হোল মাইনার্সরা (Rat-hole miners)। যখন একের পর এক বিদেশি যন্ত্র বেহাল হয়ে পড়ছিল, উদ্ধারকাজ নিয়ে সংশয় বাড়ছিল, ঠিক সেই সময়ে এই মাইনার্সদের উপর ভরসা করে উত্তরাখণ্ড সরকার। শেষপর্যন্ত পাথুরে মাটি খুঁড়ে তাঁরাই উদ্ধার করেন ৪১ শ্রমিককে। সেই কাজের জন্য বৃহস্পতিবার তাঁদের পুরস্কার দেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী। তবে শুক্রবারই সেই পুরস্কার ফিরিয়ে দিলেন উদ্ধারকারী র্যাট হোল মাইনার্সরা। স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, ওই টাকায় তাঁদের কিছুই হবে না। বরং ওই টাকাটা সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের দেওয়া হোক।
আরও পড়ুন- নতুন করে এবার মধ্য গাজা দখলে ছক ইজরায়েলের
উত্তরকাশীর সুড়ঙ্গে দুঃসাহসিক উদ্ধারকাজের জন্য ১২ জন র্যাট হোল মাইনার্সকে (Rat-hole miners) সম্মানিত করে ৫০ হাজার টাকা করে দেওয়া হয়েছিল পুরস্কার। তবে এই সামান্য আর্থিক পুরস্কারে একেবারেই খুশি নন পাথর খননকারী শ্রমিকরা। তাঁদের বক্তব্য, সরকারি প্রচারের জন্য এই নামমাত্র টাকা দিয়ে লাভ কী? বরং উত্তরাখণ্ড সরকারের দেওয়া আর্থিক সাহায্য তাঁরা উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের হাতে তুলে দেওয়ার কথা বলেন। তাঁদের কথায়, আমরা মুখ্যমন্ত্রীকে সম্মান করি। কিন্তু আমাদের মতে এটা নায্য নয়। এই ৫০ হাজার টাকায় কিছুই হবে না। আমরা জীবনের ঝুঁকি নিয়ে সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের উদ্ধার করে এনেছিলাম। এ-প্রসঙ্গে ভাকিল হাসান নামে এক মাইনার বলেন, আমরা আজও গর্ত খুঁড়ছি। আগামিকালও তাই করব। তাই এই সম্মান আটকে থাকা শ্রমিকদেরই দেওয়া হোক।