প্রয়াত রতন টাটা, শোকজ্ঞাপন মুখ্যমন্ত্রীর

Must read

শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন শিল্পপতি রতন টাটা। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে রুটিন চেকআপের জন্যই তিনি। বুধবার সন্ধের পর ক্রমশ অবস্থার অবনতি হয় তাঁর। সঙ্কটজনক অবস্থায় ভর্তি করতে হয় আইসিইউ-তে। মধ্যরাত হতেই তাঁর প্রয়াণের খবর মেলে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন।

এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, টাটা সন্সের চেয়ারম্যান এমেরিটাস রতন টাটার মৃত্যুতে শোকাহত। টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান ছিলেন ভারতীয় শিল্পের একজন অগ্রণী নেতা এবং একজন জন-উৎসাহী জনহিতৈষী। তাঁর মৃত্যু ভারতীয় ব্যবসায়িক জগৎ ও সমাজের জন্য অপূরণীয় ক্ষতি হবে। তাঁর পরিবারের সকল সদস্য ও সহকর্মীদের প্রতি আমার সমবেদনা।”

আরও পড়ুন: সেনা জওয়ানকে অপহরণ করে খুন করল জঙ্গিরা, গুলিতে জখম আরও এক

১৯৩৭ সালের ২৮ ডিসেম্বর মুম্বইয়ে জন্ম নেন রতন টাটার। বাবা নভল টাটার জন্ম গুজরাতের সুরতে। পরে টাটা পরিবার তাঁকে দত্তক নেয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬। শিল্প জগতে একটা যুগের অবসান হল।

এর আগে জানা গেছিল, নর্মাল হেলথ চেকআপের জন্য হাসপাতালে গিয়েছিলেন রতন টাটা। কিন্তু বুধবার বিকেলে সর্বভারতীয় একাধিক সংবাদমাধ্যমের রিপোর্টে দাবি করা হয়, রতন টাটা সত্যি আশঙ্কাজনক। প্রাথমিকভাবে শোনা গিয়েছিল, আচমকা তাঁর রক্তচাপ নেমে যাওয়ার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

Latest article