সংবাদদাতা, হুগলি : ৬২৭ বছরের প্রাচীন, ঐতিহ্যবাহী মাহেশের জগন্নাথ দেবের (Jagannath Dev) চন্দনযাত্রা (Chandan yatra) উৎসবের সূচনা হল রবিবার। সেই সঙ্গে এ বছরের রথযাত্রারও শুভ সূচনা হল। অক্ষয় তৃতীয়ার দিনই বিশ্বের সর্বত্র জগন্নাথ দেবের মন্দিরে চন্দনযাত্রা উৎসব পালিত হয়। মাহেশের মন্দিরে সকাল থেকেই চন্দনযাত্রা (Chandan yatra) উৎসব উপলক্ষে ভক্তদের ঢল নামে। দলে দলে মানুষ প্রভু জগন্নাথের চন্দনযাত্রা প্রত্যক্ষ করেন। অক্ষয় তৃতীয়ার বিশেষ পূজাপাঠও হয়। এ ব্যাপারে মাহেশ জগন্নাথ দেব ট্রাস্টি বোর্ডের সম্পাদক পিয়াল অধিকারী জানান, বছরের চারটি দিন খুব শুভ, সেগুলো পয়লা বৈশাখ, অক্ষয় তৃতীয়া, কার্তিক মাসের প্রথম দিন এবং বিজয়াদশমী। সবথেকে পুণ্য দিন অক্ষয় তৃতীয়া। কারণ এই দিনের সব কিছু ভাল বা মন্দ অক্ষয় থেকে যায়। এই দিনেই বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের আবির্ভাব ঘটে, মহাভারতের সূচনা হয়, সত্যযুগ শুরু হয় এবং জগন্নাথ দেবের চন্দনযাত্রা উৎসবেরও শুরু। এই পবিত্র দিনটি বিশেষভাবে জগন্নাথ মন্দিরে পালিত হয়। চন্দনযাত্রা পর্ব চলবে আগামী ৪২ দিন এবং তার পরই শুরু হবে জগন্নাথদেবের স্নানযাত্রা। বলতে গেলে আজ অক্ষয় তৃতীয়ার শুভ লগ্নে প্রভু জগন্নাথদেবের চন্দনযাত্রার মাধ্যমেই এ-বছরের আসন্ন রথযাত্রার সূচনা পর্ব শুরু হয়ে গেল।’