প্রতিবেদন : দীর্ঘ প্রতীক্ষার অবসান। করোনার কারণে গত দু’বছর সেভাবে রথযাত্রা হয়নি। কিন্তু করোনাজনিত বিধি-নিষেধ প্রায় উঠে যেতেই পুরীতে (Puri Rath Yatra) ফিরল সেই চেনা ছবি। গত কয়েক মাস ধরে দেশে করোনা সংক্রমণ ছিল নিয়ন্ত্রণে। কিন্তু সম্প্রতি সংক্রমণ ফের বাড়তে শুরু করেছে। উদ্বিগ্ন বিশেষজ্ঞরাও। তাই এবার রথযাত্রা হলেও সংক্রমণ যাতে বেলাগাম না হয় তার জন্য একাধিক ব্যবস্থা নিচ্ছে ওড়িশা সরকার।
আরও পড়ুন: ইসকনের রথের উদ্বোধনে মুখ্যমন্ত্রী
শুক্রবার রথযাত্রা (Puri Rath Yatra) উৎসবে প্রায় ১৪ লক্ষ ভক্ত উপস্থিত থাকবেন বলে মনে করছে প্রশাসন। পুরী প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, টিকাকরণ সম্পূর্ণ না হলে কাউকে শহরে ঢুকতে দেওয়া হবে না। বিমানবন্দর, রেলস্টেশন, বাসস্ট্যান্ড সর্বত্রই খোলা হয়েছে বিশেষ কাউন্টার। প্রত্যেক পুণ্যার্থীর টিকাকরণের শংসাপত্র পরীক্ষা করে দেখা হচ্ছে। কারও টিকাকরণ সম্পূর্ণ না হলে তাকে তৎক্ষণাৎ টিকা দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে ওই সমস্ত শিবিরে। রথযাত্রা উপলক্ষে পুণ্যার্থীদের মধ্যে প্রায় ১২ লক্ষ মাস্ক বিনামূল্যে বিলি করেছে স্থানীয় প্রশাসন। মাস্ক ছাড়া জগন্নাথ মন্দির ও সংলগ্ন এলাকায় ঢোকা যাবে না। শহরের সমস্ত রিকশা, অটো ও ট্যাক্সিচালকদের মাস্কবিহীন যাত্রীদের না তোলার নির্দেশ দেওয়া হয়েছে। বাসের ক্ষেত্রেও একই নির্দেশ প্রযোজ্য। শহরের বিভিন্ন রাস্তায় নাকা পোস্ট তৈরি করে সেখানে সকলের টিকাকরণের শংসাপত্র পরীক্ষা করে দেখা হচ্ছে। সন্তুষ্ট হলে তবেই মিলছে শহরে প্রবেশের অনুমতি। রথের উপর যে সমস্ত সেবায়েত থাকবেন তাঁদেরও টিকাকরণ সম্পূর্ণ হওয়া বাধ্যতামূলক। লাগাতার চলছে সচেতনতামূলক প্রচার।