হাতে ৭ দিন, নাওয়াখাওয়া ভুলেছেন কাটোয়ার রথ গড়ার কারিগরেরা

আর এই উৎসব উপলক্ষে সেজে ওঠার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে রাজ্যের বিভিন্ন জগন্নাথ মন্দির-সহ বাংলার নগর-প্রান্তরে।

Must read

প্রতিবেদন : আর মাত্র সপ্তাহ খানেক পরেই ৭ জুলাই জগন্নাথদেবের রথযাত্রা উৎসব। আর এই উৎসব উপলক্ষে সেজে ওঠার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে রাজ্যের বিভিন্ন জগন্নাথ মন্দির-সহ বাংলার নগর-প্রান্তরে। রথযাত্রা উপলক্ষে গ্রামগঞ্জ থেকে শহর-শহরতলির প্রায় সর্বত্র বসবে বহু প্রাচীন ও নবীন রথের মেলা। সর্বত্রই রথযাত্রা উৎসবের অবিচ্ছিন্ন অঙ্গ হল এই রথের মেলা। সেখানে পাঁপড়, জিলাপি থেকে ফুল ও ফলের গাছ, কাঠের আসবাব, লোহা-স্টিলের প্রয়োজনীয় সরঞ্জাম থেকে ঘর সাজানোর জিনিস বা খেলনা ইত্যাদির দেদার বিকিকিনি হয়।

আরও পড়ুন-ছাদে বিদেশি ড্রাগন ফলিয়ে নজির জলপাইগুড়ির মলয়ের

ব্যবসায়ীরা পরিবারের মুখে হাসি ফুটিয়ে তুলতে এই সময়ে মেলার দিকেই তাকিয়ে থাকেন। বিশেষত কাষ্ঠশিল্পীদের কাছে এটা খুব গুরুত্বপূর্ণ সময়। কাটোয়ার রথযাত্রা এবং রথের মেলার ঐতিহ্য দীর্ঘকালের। কাটোয়া শহরের মাধবীতলা রোডে সারি সারি কাঠের ফার্নিচারের দোকানগুলিতে কাঠের মিস্ত্রিরা এখন চরম ব্যস্ততায় দিন কাটাচ্ছেন। রথযাত্রার অঙ্গাঙ্গী অংশ হিসাবে এই সব মেলার দৌলতে বরাবরই কাঠের শিল্পীদের কাছে এটা এক বড়সড় লাভের মরশুম। এই সময় দু পয়সা হাতে আসে তাঁদের। তাই উৎসবে মেতে ওঠার আবহ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। কাঠের আসবাবপত্রের পাশাপাশি ছোট-বড় রথ তৈরির কাজে এখন বড় ব্যস্ত ব্যবসায়ীরা। বিভিন্ন দোকানের কারিগরেরাও এখন হাত লাগিয়েছেন রথ তৈরির কাজে। হাতে সময় কম। কাটোয়ার কাঠের রথ বানানোর কারিগরেরা তাই এখন নাওয়াখাওয়া ভুলে কাজে লেগে পড়েছেন।

Latest article