দেশের মধ্যে বাংলাতেই প্রথম। রেশন কার্ডের (Ration Card) সমস্যা মিটবে এবার অনলাইনেই। দেশে প্রথম এই অনলাইন ডিজিটাল ব্যবস্থা চালু করল পশ্চিমবঙ্গ সরকার। নাম বদল, দোকান বদল, কার্ড (Ration Card) ছেড়ে দেওয়া, পরিবার অন্তর্ভুক্তি, যোজনা বদল সবই সম্ভব অনলাইনেই। ফলে গ্রাহকদের হয়রানি মিটবে, এমনই মত খাদ্য দফতরের। রাজ্য়ের প্রায় ২২ লক্ষ নাগরিক এই সিস্টেমের মাধ্য়মে রেশন কার্ডের ভুল সংশোধন ও রেশন কার্ড সম্পর্কিত অন্যান্য কাজ করে ফেলেছেন।
আরও পড়ুন- জেল হেফাজতের মেয়াদ বাড়ল কেজরি, সিসোদিয়া, কবিতার
বৃহস্পতিবার বিধানসভার প্রশ্নোত্তর পর্বে খাদ্যমন্ত্রী রথীন ঘোষ জানান, সাধারণ মানুষের বিভিন্ন কাজে বারবার দফতরে ঘোরাঘুরি ও হয়রানি কমাতে এই পরিষেবা চালু করা হয়েছে। তা কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই বিপুল সারা পেয়েছে। খাদ্য দফতর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ৫ নম্বর ফর্মে নাম, বয়স, ঠিকানা সংশোধন করা যাবে। এছাড়া রেশন দোকান পরিবর্তন, রেশন কার্ড সারেন্ডার করা, রেশন কার্ড কনভারশন, ডিজিটাল রেশন কার্ডের সঙ্গে মোবাইল লিঙ্ক সহ নানাবিধ বিষয়ে ফর্ম জমা শুরু হয়েছে সেলফ সার্ভিস মারফত। রেশন কার্ডের তথ্য ভুল থাকলে তা সংশোধন করার ক্ষেত্রে অনেক সময়েই দুর্ভোগে পড়তে হয় সাধারণ মানুষকে। খাদ্য দফতর-সহ নানা জায়গায় দৌড়োদৌড়ি করে বহুক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে হয়রানির শিকার হতে হয়।গ্রাহকদের হয়রানি রুখতেই এই ব্যবস্থা বলে খাদ্যমন্ত্রী বিধানসভায় জানিয়েছেন।