পরিযায়ী শ্রমিকদের রেশন কার্ড ১৫ সেপ্টেম্বরের মধ্যে

পরিযায়ী শ্রমিকরা রেশন কার্ড পেয়ে যাবেন ১৫ সেপ্টেম্বরের মধ্যেই। রাজ্যের খাদ্য দফতরের পক্ষ থেকে এই মর্মে নির্দেশ পাঠানো হয়েছে আঞ্চলিক অফিসগুলিতে।

Must read

প্রতিবেদন : পরিযায়ী শ্রমিকরা রেশন কার্ড পেয়ে যাবেন ১৫ সেপ্টেম্বরের মধ্যেই। রাজ্যের খাদ্য দফতরের পক্ষ থেকে এই মর্মে নির্দেশ পাঠানো হয়েছে আঞ্চলিক অফিসগুলিতে। ইতিমধ্যেই রাজ্যের পরিযায়ী শ্রমিকদের তালিকা চলে এসেছে দফতরের হাতে। ১ লক্ষ ২৪ হাজার পরিযায়ী শ্রমিকের নাম উঠে এসেছে সেই তালিকায়। এরপরই আঞ্চলিক ইনসপেক্টরদের নির্দেশ দেওয়া হয়েছে, পরিযায়ী শ্রমিকদের সম্পর্কে খোঁজখবর নিয়ে রেশন কার্ড ইস্যু করতে। পুরো বিষয়টিই হবে অনলাইনে।

আরও পড়ুন-আরজি করে কেন্দ্রীয় বাহিনীর খরচ, নির্লজ্জ রাজনীতি মোদি সরকারের

তালিকাভুক্ত পরিযায়ী শ্রমিকদের ফোনে মেসেজ যাবে। তারপর আঞ্চলিক অফিসে যোগাযোগ করতে হবে তাঁদের। অধিকাংশ পরিযায়ী শ্রমিক ইতিমধ্যেই রেশন কার্ড পেয়ে গিয়েছেন। রেশন কার্ড পাননি, এমন শ্রমিকের সংখ্যা কম। সম্প্রতি পর্যালোচনা বৈঠকে বলা হয়েছে, রেশন কার্ড না থাকা পরিযায়ী শ্রমিকের সংখ্যা সম্ভবত ১ লক্ষ ২৪ হাজার। কার্ড দেওয়ার সময় যাচাই করতে হবে, পরিযায়ী শ্রমিক বা তাঁর পরিবারের কোনও সদস্যের কার্ড আছে কি না। কার্ড সক্রিয় না থাকলে তা চালু করার ব্যবস্থা করতে হবে। যে সমস্ত পরিযায়ী শ্রমিকের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না, তাঁদের নাম অনলাইনে নথিভুক্ত রাখা থাকবে।

Latest article