প্রতিবেদন : আধার কার্ড (Aadhaar Card) না থাকলেও চিন্তা নেই। আধার কার্ড ছাড়াও এ বার থেকে রেশন (Ration) পেতে সমস্যা হবে না। রেশন কার্ড থাকলেই পাওয়া যাবে রেশন। কেন্দ্রীয় খাদ্য মন্ত্রক সূত্রে এই খবর জানা গেছে। ২৯ মার্চ দিল্লিতে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশনের প্রতিনিধি দলের সঙ্গে কেন্দ্রীয় খাদ্য মন্ত্রকের সচিব সঞ্জীব চোপড়ার বৈঠক হয়। ওই বৈঠকে ডিলাররা সচিবকে জানান, আধার কার্ড না থাকার কারণে অনেকেই রেশন পাচ্ছেন না। দেশের কোনও নাগরিককে রেশন পাওয়া থেকে বঞ্চিত করা ঠিক নয়। বিভিন্ন রাজ্যে আধার যাচাই না করতে পারায় অনেক গ্রাহক রেশন পাচ্ছেন না। ডিলারদের বক্তব্যের প্রেক্ষিতে খাদ্যসচিব জানান, আধার কার্ড (Aadhaar Card) না থাকলেও গ্রাহকরা রেশন পাবেন। তবে সে ক্ষেত্রে কিছু নিয়ম মেনে চলতে হবে। সেই সব নিয়মই খুব শীঘ্রই বিজ্ঞপ্তির আকারে রাজ্যগুলিকে জানিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন- প্রয়াত রামকৃষ্ণ মঠ ও মিশনের ভাইস-প্রেসিডেন্ট স্বামী প্রভানন্দ, শোকজ্ঞাপন মুখ্যমন্ত্রীর