সোমনাথ বিশ্বাস: কলকাতা পুরসভার ১৩১ নম্বর ওয়ার্ড থেকে জিতে দু-দুবার মেয়র হয়েছিলেন শোভন চট্টোপাধ্যায়। কিন্তু ব্যক্তিগত কারণে আপাতত রাজনীতি থেকে ‘সন্ন্যাস’ নিয়েছেন শোভনবাবু। প্রায় বছর চারেক আগে ছেড়েছেন বেহালার পর্ণশ্রীর বাড়ি। মেয়র পদ থেকেও ইস্তফা দিয়েছেন। সেই থেকে ১৩১ নম্বর ওয়ার্ডের মানুষের সঙ্গে তাঁর আর কোনও যোগাযোগ নেই। শেষ কয়েক বছর ‘অভিভাবকহীন’ ছিল ১৩১ নম্বর ওয়ার্ড। এই অবস্থায় শাপমোচনে ঘর সংসার সামলে ওয়ার্ডের মানুষের পাশে দাঁড়ান রত্না চট্টোপাধ্যায়। কাউন্সিলর না হয়েও ওয়ার্ডের যাবতীয় কাজকর্ম দেখাশুনো করার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন রত্না। করোনা থেকে আমপান, প্রাকৃতিক বিপর্যয়, দিনে-রাতে আপদে-বিপদে মানুষের পাশে থেকেছেন রত্না।
আরও পড়ুন : কলকাতার হবে আরও উন্নয়ন : দেবাশিস কুমার
এহেন রত্না চট্টোপাধ্যায়ের সামনে এবার আনুষ্ঠানিকভাবে কাউন্সিলর হওয়ার হাতছানি। এর আগে স্বামীর বিধানসভা কেন্দ্র থেকে বিধায়ক হয়েছেন। এবার কাউন্সিলর হওয়ার পালা। তাঁর কথায়, ‘বিধায়ক হব কোনওদিন ভাবিনি। তবে আমার আশা ছিল ১৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হব। ওয়ার্ডের সঙ্গে এতটাই আত্মিকভাবে জড়িয়ে গিয়েছি যে আমার কখনও মনে হয়নি আমি কাউন্সিলর নই।’ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে রত্না চট্টোপাধ্যায় বলেন, ‘আমি ভাবিনি কোনওদিন বিধায়ক হব। সেই সম্মান দেওয়ার জন্য আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ। আমার আশা আসন্ন নির্বাচনে জিতে ১৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হব।’
প্রতিবেদন: ১৩,৪২১ শূন্যপদের জন্য দ্বিতীয় দফার ইন্টারভিউর দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal…
রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…