উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই সে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন হচ্ছে। ইতিমধ্যেই উত্তরপ্রদেশে একের পর এক দলিত নেতা ও মন্ত্রী বিজেপি ছেড়ে সমাজবাদী পার্টিতে যোগ দিচ্ছেন। কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল, দলিতদের অন্যতম দল ভীম সেনাও সপার সঙ্গে জোট গড়তে চলেছে। কিন্তু শনিবার সেই সম্ভাবনায় কার্যত জল ঢেলে দিলেন ভীম সেনার প্রধান রাবণ চন্দ্রশেখর আজাদ। তিনি এদিন জানান, কোনও অবস্থাতেই অখিলেশের সঙ্গে জোট করবেন না।
আরও পড়ুন-দলত্যাগের হিড়িকের মধ্যেই প্রথম দফার প্রার্থী তালিকা বিজেপির
অখিলেশ ও তাঁর দল কখনওই দলিতদের নিয়ে ভাবে না। অখিলেশ তাঁর সঙ্গে যোগাযোগ না করে তাঁকে এবং তাঁর দল আজাদ সমাজ পার্টিকে অপমান করেছেন। তবে রাজনৈতিক মহলের খবর, চন্দ্রশেখর সমাজবাদী পার্টির কাছে ১০টি বিধানসভা আসন চেয়েছিল। কিন্তু সপা ৩টির বেশি আসন ছাড়তে রাজি হয়নি। সে কারণেই অখিলেশের হাত না ধরার সিদ্ধান্ত নিলেন চন্দ্রশেখর আজাদ।