মুম্বই : আইপিএল শুরু হওয়ার অনেক বছর আগেই অবসর নিয়েছেন। তবে রবি শাস্ত্রীর (Ravi Shastri) দাবি, তিনি যদি এখন আইপিএল খেলতেন, তাহলে তাঁর দর হত ১৫ কোটি! একটি ক্রিকেট ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে শাস্ত্রী বলেছেন, ‘‘এখন আইপিএল খেললে অনায়াসে ১৫ কোটি দর পেতাম। শুধু তাই নয়, কোনও একটি দলের অধিনায়কও হয়ে যেতাম। সত্যি বলছি, এ নিয়ে আমার বিন্দুমাত্র সন্দেহ নেই। মাথা খাটানোরও প্রয়োজন নেই।’’ টি-২০ ক্রিকেটে অলরাউন্ডারদের চাহিদা বরাবরই রয়েছে। তাই বাঁহাতি স্পিনার ও ব্যাটিং অর্ডারের যে কোনও জায়গায় ব্যাট করতে সক্ষম শাস্ত্রী (Ravi Shastri) যে সহজেই আইপিএলের অন্যতম তারকা হয়ে উঠতেন, তা নিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু তাই বলে ১৫ কোটি! প্রসঙ্গত, আইপিএলের ইতিহাসে এখনও পর্যন্ত ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ দর পেয়েছেন যুবরাজ সিং। সেটা ১৬ কোটি।