বিনিকে শুভেচ্ছা জানিয়ে সৌরভকে খোঁচা শাস্ত্রীর

Must read

মুম্বই, ১৩ অক্টোবর : ১৯৮৩-র বিশ্বকাপজয়ী ভারতীয় দলের সদস্য দু’জন। প্রাক্তন সতীর্থ রজার বিনি (Roger Binny- Sourav Ganguly) বিসিসিআই-এর নতুন সভাপতি হতে চলায় উচ্ছ্বাস গোপন করলেন না রবি শাস্ত্রী। তিনি জানিয়েছেন, বিনি বোর্ড সভাপতি হচ্ছেন বলে তিনি দারুণ খুশি। তবে শাস্ত্রী বোধহয় অনেক বেশি খুশি হয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় বোর্ড সভাপতির পদ থেকে সরে যাওয়ায়। আসলে সৌরভ-শাস্ত্রীর সম্পর্কের রসায়ন সকলেরই জানা। সৌরভ (Roger Binny- Sourav Ganguly) বোর্ড সভাপতি হওয়ার আগে এবং পরে একাধিক ঘটনায় দু’জনের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকে। বুধবার মুম্বই প্রেস ক্লাবে বসে এক সাক্ষাৎকারে শাস্ত্রী (Ravi Shastri) এমন কিছু মন্তব্য করেছেন যাতে সৌরভকে ঘুরিয়ে খোঁচা দিয়েছেন বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

ঠিক কী বলেছেন শাস্ত্রী? ‘‘সংবাদমাধ্যমেই জেনেছি, অতীতে কখনও কেউ টানা দু’টি মেয়াদে বোর্ড সভাপতি ছিল না। ফলে নতুন একজন প্রাক্তন ক্রিকেটারের কাছে সুযোগ এসেছে। জীবনে কোনও কিছুই স্থায়ী নয়। তাই অনেক সময় সরে দাঁড়াতে হয়। এখন আমি কোনও কাজ করছি মানে তিন বছর পরেও সেটা করে যাব, এমন কোনও কথা নেই। নতুন মানুষ আসবে, দায়িত্ব নেবে, এটাই সময়ের নিয়ম এবং স্বাভাবিক।’’
সৌরভে অসূয়া নিয়েই বিনির প্রশংসায় পঞ্চমুখ শাস্ত্রী। বলেছেন, ‘‘রজারের নাম উঠে আসায় আমি খুব খুশি। বিশ্বকাপে আমার সতীর্থ ছিল। কর্নাটক ক্রিকেট সংস্থার প্রধান হিসেবে খুব ভাল কাজ করেছে। প্রশাসক হিসেবে বিনির ধারাবাহিকতা রয়েছে। ভারতীয় বোর্ডের ইতিহাসে প্রথমবার একজন বিশ্বকাপজয়ী ক্রিকেটার সভাপতি হচ্ছে। এটা ভেবেই আমি খুশি হয়েছি।’’

আরও পড়ুন-হিন্দি চাপানোর বিরুদ্ধে প্রতিবাদ

এদিকে, টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলের সাফল্যের ব্যাপারে আশাবাদী রবি শাস্ত্রী। তবে টিম ইন্ডিয়ার প্রাক্তন হেড কোচ মনে করছেন, বিশ্বকাপ জিততে হলে দলের কিছু খামতি দূর করতে হবে। শাস্ত্রীর মতে, ভারতকে দ্রুত ফিল্ডিংয়ে উন্নতি করতে হবে। এখনও সেরা পর্যায়ে নেই রোহিত শর্মার দলের ফিল্ডিং। বিশ্বকাপে ভাল কিছু করতে হলে ফিল্ডিং ভাল করতেই হবে।
শাস্ত্রী বলেছেন, ‘‘বিশ্বকাপের শুরু থেকে একটা জায়গায় ভারতকে বাড়তি নজর দিতে হবে, সেটা হল ফিল্ডিং। ১৫-২০ রান ফিল্ডিংয়ে বাঁচাতে পারলে পরে ব্যাট করে কম রান তাড়া করতে হয়। না হলে অতিরিক্ত রানটাই ম্যাচে পার্থক্য গড়ে দেয়। ওই রানেই হার-জিত ঠিক হয়ে যায়।’’

Latest article