মুম্বই : ১৯৮৫ সালে অস্ট্রেলিয়ার বেনসন অ্যান্ড হেজেস কাপে ‘চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন্স’ হয়ে অডি গাড়ি জিতেছিলেন। ৩৭ বছর কেটে গিয়েছে। সেই অভিজ্ঞতার কথা এখনও স্মৃতিতে ভাসে রবি শাস্ত্রীর (Ravi Shastri)। মেলবোর্নে প্রথমবার চালানোর অভিজ্ঞতা, গাড়ি ভারতে নিয়ে আসা এবং সাড়ে তিন দশক পর মেয়ের প্রথমবার সেটা দেখা—অডি গাড়ি নিয়ে আবেগের কথা জানিয়েছেন ভারতীয় দলের প্রাক্তন অলরাউন্ডার তথা টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ফাইনালে পাকিস্তানকে হারিয়ে তখন সদ্য চালু হওয়া রঙিন জার্সির ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হয়েছিলেন শাস্ত্রী (Ravi Shastri)। সেই ম্যাচে একটি মজার ঘটনা উল্লেখ করে শাস্ত্রী নিজের কলামে লিখেছেন, ‘‘ফাইনাল জিততে তখন আমাদের কিছু রান বাকি। পাকিস্তান অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ কী ফিল্ডিং সাজিয়েছে, সেটা দেখছিলাম। ও নিজে মিড-উইকেটে দাঁড়িয়েছিল। ভাবল, আমি বোধহয় গাড়িটা দেখছি। আমাকে বলল, ‘বারবার ওদিকে তাকিয়ে কী দেখছ? গাড়ির দিকে তাকাচ্ছ কেন? ওটা তুমি জিততে পারবে না।’ এর পর আমি গাড়ির দিকে তাকিয়ে জাভেদকে বললাম, ওটা আমার দিকেই আসছে।’’ এর পরই শাস্ত্রী লিখেছেন, ‘‘ওটা শুধু আমার গাড়ি নয়, জাতীয় সম্পদ। ভারতীয় দলের গাড়ি। মেলবোর্নে অডি গাড়ি চালানো সবাই চিরকাল মনে রাখবে। বিশ্বকাপজয়ী দল ঠিক দু’বছরের মধ্যে বড় ওয়ান ডে প্রতিযোগিতা জিতে ৫০ হাজার দর্শকের সামনে গাড়ি চেপে ঘুরছে। এই দৃশ্য প্রজন্মের পর প্রজন্ম মনে রেখেছে।’’
গাড়ির স্মৃতিচারণায় শাস্ত্রীর আরও বক্তব্য, ‘‘আমার জীবনে যা কিছু, তার মধ্যে এই গাড়ি সবার উপরে থাকবে। ওভারে ছ’টা ছয় মেরেছি। তার গুরুত্ব জানি। কিন্তু গাড়ি পাওয়া সবার উপরে থাকবে। সময়টা ভেবে দেখুন। ১৯৮৩-তে সাদা জার্সি গায়ে খেলার পর রঙিন জার্সিতে খেলা, দুর্দান্ত সম্প্রচার। এ জিনিস কোনও দিন ভোলার নয়।’’ প্রাক্তন অলরাউন্ডার জানিয়েছেন, এখন ওই গাড়ি নতুন করে সাজানো হয়েছে। তাঁর মেয়ে আলেকা প্রথমবার সেই গাড়ি দেখতে পেয়েছেন। শাস্ত্রীর ইচ্ছে, একবার অন্তত মেয়েকে নিয়ে গাড়িতে চড়ে ঘুরবেন।
আরও পড়ুন: হেরে গেল বিশ্বচ্যাম্পিয়নরা, নেশনস লিগে ডেনমার্কের কাছে পরাস্ত ফ্রান্স
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…