মুম্বই : ‘‘যতদিন খেলা দেখতে পারব, ততদিন ভারতীয় ক্রিকেট দলকে সমর্থন করে যাব।” জানালেন বিরাট কোহলিদের সদ্যপ্রাক্তন কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri)। তাঁর কোচিংয়ে মরুদেশে টি-২০ বিশ্বকাপে ভারত (India) গ্রুপ লিগ থেকেই ছিটকে গিয়েছে। নতুন কোচ রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) তত্ত্বাবধানে ভারতীয় দল বুধবার জয়পুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ ম্যাচে খেলতে নামবে। পরের ম্যাচ রাঁচি (Ranchi) ও কলকাতায় (Kolkata)।
আরও পড়ুন-Subrata Mukherjee: আবেগে শ্রদ্ধায় একডালিয়া এভারগ্রিনে সুব্রত-স্মরণ
সোশ্যাল মিডিয়ায় শাস্ত্রী লিখেছেন, অসাধারণ এক যাত্রায় তাঁকে শামিল হতে দেওয়ার জন্য ধন্যবাদ। এই স্মৃতি তিনি সারাজীবন উপভোগ করবেন। আর যতদিন খেলা দেখতে পারবেন, তিনি ভারতীয় দলকে সমর্থন জানিয়ে যাবেন। শাস্ত্রী এই পোস্টে বিরাট কোহলি, রোহিত শর্মা ও অজিঙ্ক রাহানেকে (Ajinkya Rahane) ট্যাগ করেছেন।
বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে পাকিস্তান (Pakistan) ও নিউজিল্যান্ডের (New Zealand) কাছে হেরে ভারত টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে। একইসঙ্গে হেড কোচের পদ থেকে সরে গিয়েছেন শাস্ত্রীও। তাঁর সঙ্গে বোলিং ও ফিল্ডিং কোচ হিসাবে যাঁরা ছিলেন, সেই ভরত অরুণ ও আর শ্রীধরও দায়িত্ব থেকে বিদায় নিয়েছেন।
আরও পড়ুন-Sunil Gavaskar: হনুমা বাদে অবাক হননি গাভাসকর
শাস্ত্রীর অধীনে ভারত ৪৩টি টেস্ট খেলে ২৫টি ম্যাচে জিতেছে। হেরেছে ১৩টি ম্যাচে। অস্ট্রেলিয়ার মাটিতে শাস্ত্রীর কোচিংয়ে ভারত টেস্ট সিরিজ জিতেছে। ইংল্যান্ডেও (England) ভারত আপাতত সিরিজে ২-১-এ এগিয়ে আছে। কোচ শাস্ত্রীর অধীনে ওয়ান ডে ও টি-২০-তেও ভারতের রেকর্ড যথেষ্ট ভাল। এই সময়ের মধ্যে ভারত ৫১টি একদিনের ম্যাচ ও ৪৩টি টি-২০ ম্যাচ জিতেছে।