টানা ব্যর্থতায় বিধ্বস্ত বিরাট কোহলিকে এবার আইপিএল থেকেই বিশ্রাম নেওয়ার পরামর্শ দিলেন রবি শাস্ত্রী (Ravi Shastri)! দিন দুয়েক আগেই শাস্ত্রী জানিয়েছিলেন, মানসিকভাবে বিধ্বস্ত বিরাটের উচিত ক্রিকেট থেকে সাময়িক বিরতির নেওয়া। রাজস্থান রয়্যালস ম্যাচে মাত্র ৯ রানে আউট হওয়ার পর বিরাটের উদ্দেশ্যে ফের শাস্ত্রীর বার্তা, ‘‘ওর একটা বিরতির প্রয়োজন। গত কয়েক বছর ধরে ক্রিকেটের সব ক’টি ফরম্যাটে টানা খেলে চলেছে। জীবনে কখনও কখনও পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হয়।’’ শাস্ত্রীর (Ravi Shastri) সোজাসাপটা বক্তব্য, ‘‘এই বছর ও ইতিমধ্যেই আইপিএলে খেলছে। যদি বিরাট নিজের আন্তর্জাতিক কেরিয়ারকে আরও ৬-৭ বছর এগিয়ে নিয়ে যেতে চায়, তাহলে আইপিএল থেকে বেরিয়ে আসুক।’’ টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ আরও যোগ করেছেন, ‘‘শুধু বিরাট নয়, এটা অন্যদের ক্ষেত্রেও প্রয়োজ্য। ১৪-১৫ বছর খেলার পর, যদি কেউ দেশের হয়ে খেলা চালিয়ে যেতে চায় এবং পারফর্ম করতে চায়, তাহলে বিশ্রাম নেওয়ার একটা উপযুক্ত সময় তাকে বেছে নিতেই হবে। আর গোটা বছরে একমাত্র আইপিএল চলাকালীন ভারতীয় দল কোনও সিরিজ খেলে না। তাই বিশ্রাম নেওয়ার এটাই সেরা সময়।’’শাস্ত্রী বলছেন, ‘‘ফ্র্যাঞ্চাইজিকে বলতেই পারে, আমি টুর্নামেন্টের একটা অর্ধ খেলব। আমাকে অর্ধেক পারিশ্রমিক দিন। এই কঠিন সিদ্ধান্তটা তাকে নিতে হবে। যদি সে নিজের আন্তর্জাতিক কেরিয়ারকে আরও বেশি উচ্চতায় নিয়ে যেতে চায়।’’এদিকে, বিরাটের কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছেন ফাফ ডুপ্লেসি। আরসিবি অধিনায়কের বক্তব্য, ‘‘সব ক্রিকেটারের জীবনেই এমন সময় আসে। বিরাটকে দিয়ে ওপেন করাতে চেয়েছিলাম একটাই কারণে। ও যাতে প্রথম বল থেকেই ম্যাচে ঢুকে পড়তে পারে। ক্রিকেট আত্মবিশ্বাসের খেলা। সেটা ফিরে পেলেই বিরাট রানে ফিরবে। সেই সময় খুব দ্রুত আসবে বলেই বিশ্বাস করি।’’
আরও পড়ুন: কানু সান্যালের বাড়ি দখলের অভিযোগ মিলতেই পুলিশকে আইনি পদক্ষেপের নির্দেশ মুখ্যমন্ত্রীর