মুম্বই, ২৭ জানুয়ারি : মাথা ঠাণ্ডা রাখ বিরাট! দু-তিন মাস ব্রেক নাও। নিজের ব্যাটিংয়ে মন দাও। তোমার সামনে আরও পাঁচ বছর ক্রিকেট পড়ে আছে। কিং কোহলির উদ্দেশে বার্তা দিলেন তাঁর রবি ভাই। সাত বছর ভারতীয় দলের কোচের দায়িত্বে থাকা রবি শাস্ত্রী (Ravi Shastri)। যাঁর সঙ্গে দারুণ রসায়ন ছিল অধিনায়ক বিরাটের (Virat Kohli)।
বিরাট অবশ্য এখনই বিশ্রামের পথে হাঁটছেন না। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি২০ ও একদিনের দল ঘোষণা হয়েছে বুধবার। দুটি দলেই রয়েছেন তিনি। এরপর শ্রীলঙ্কার সঙ্গে দুটি টেস্ট ম্যাচ রয়েছে। তাতে তিনি বিশ্রাম নেন কিনা সেটাই এখন দেখার। শাস্ত্রী (Ravi Shastri) বলেছেন, বিরাট যদি এই বিশ্রামটুকু নেন, তাহলে আগামী তিন-চার বছর দাপটের সঙ্গে বাইশ গাজে কাটাবেন। প্রসঙ্গত, দক্ষিণ আফ্রিকার সঙ্গে টেস্ট সিরিজ হারের পরই নেতৃত্ব ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেন বিরাট। যা নিয়ে প্রচুর জলঘোলা হয়েছে।
আরও পড়ুন-কাটা গাছ গায়ে পড়ে মৃত্যু, আক্রান্ত পুলিশ
প্রাক্তন পাক ফাস্ট বোলার শোয়েব আখতারের ইউটিউব চ্যানেলে শাস্ত্রী তাঁকে বলেছেন, “বিরাট এখন ৩৩। ও জানে সামনে আরও পাঁচ বছরের ক্রিকেট পড়ে আছে। শুধু মাথা ঠান্ডা করে ওকে নিজের ব্যাটিংয়ে মনোনিবেশ করতে হবে। বিরাট যদি দু-তিন মাস ব্রেক নিয়ে আসে তাহলে সেটা ওর জন্য ভাল হবে। কারণ, এরপর ফিরে এসে ও রাজার মতো খেলবে।” শাস্ত্রী আরও বলেছেন, বিরাট জানেন তাঁর কী করণীয়। ব্যাটসম্যান হিসাবে দল তাঁর কাছে কী চায়। এবার বিরাটকে টিম প্লেয়ার হিসাবে খেলতে হবে। দলকে জিততে সাহায্য করতে করতে হবে।
এদিকে, শোয়েবের চ্যানেলে মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে শাস্ত্রী বলেছেন, বিশ্বকাপ জিতুন বা প্রথম ম্যাচে হেরে বিদায় নিন, ক্যাপ্টেন কুলের আচরণে কোনও তফাত দেখেননি তিনি। শচীনও অনেক সময় মেজাজ হারিয়েছেন, কিন্তু ধোনি কখনও নয়। শাস্ত্রীর দাবি, এত ঠান্ডামাথার ক্রিকেটার তিনি কখনও দেখেননি। আর এতদিনেও তাঁর কাছে ধোনির ফোন নম্বর নেই। কখনও নেওয়ার কথা ভাবেনওনি। জানেন মাহি ফোন সঙ্গে রাখেন না। তবে তাঁকে কিভাবে পাওয়া যাবে, সেটা অবশ্য জানতেন শাস্ত্রী।
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…