টি ২০ থেকে অবসর ঘোষণা করলেন রবীন্দ্র জাদেজা

লোয়ার অর্ডারে নেমে ঝড় তুলতে পারতেন মাঠ জুড়ে। বিশ্বজয়ের সাফল্যের রেশ নিয়েই এবার আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানালেন রবীন্দ্র জাদেজা।

Must read

কোহলি আগেই ঘোষণা করে দিয়েছিলেন এবার একই পথে হাঁটলেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। বিশ্বকাপ (Worldcup) জিতেই অবসর ঘোষণা করেছিলেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। এবার বিশ্বকাপ জয়ের পরদিনই অবসরের সিদ্ধান্ত নিলেন রবীন্দ্র জাদেজা। দেশের হয়ে তিনি ৭৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। নিয়েছেন ৫৪টি উইকেটে। তাঁর ব্যাটে উঠে এসেছে ৫১৫ রান। অসাধারণ ফিল্ডিং এর প্রতীক ছিলেন তিনি। লোয়ার অর্ডারে নেমে ঝড় তুলতে পারতেন মাঠ জুড়ে। বিশ্বজয়ের সাফল্যের রেশ নিয়েই এবার আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে বিদায় জানালেন রবীন্দ্র জাদেজা।

আরও পড়ুন-অ্যাপের মাধ্যমে স্লট বুকিং করে এবার পুরীতে জগন্নাথ দর্শন

প্রসঙ্গত, ২০০৯ সালের ১০ ফেব্রুয়ারি জাদেজার টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট খেলা শুরু হয়। তিনি কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ খেলেন। ৩৬ বছরের ভারতীয় দলের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এদিন ইনস্টাগ্রামে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। বিশ্বজয়ের খুশির উন্মাদনা এখনও তুঙ্গে। এর মধ্যেই টি ২০ থেকে তিন খেলোয়াড়ের অবসর ঘোষণায় রীতিমত হতাশ ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। আজ,রবিবার জাদেজা তাঁর ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, ‘আমি আন্তর্জাতিক টি-টোয়েন্টিকে এবার বিদায় জানাই। আমি সবসময় দেশের জন্য আমার সেরাটা দিয়েছি এবং অন্যান্য ফরম্যাটেও সেটা অটুট রাখবো। টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার স্বপ্ন ছিল। আমাদের সেই স্বপ্নপূরণ হয়েছে। আমাদের এভাবে সমর্থনের জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।’

Latest article