খানিকটা স্বস্তি দিল আরবিআই! কমল রেপো রেট

Must read

সাধারণ মানুষকে খানিকটা স্বস্তি দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। টানা ৫ বছর পর রেপো রেট (Repo Rate) কমল। শুক্রবার আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা এই ঘোষণা করেছেন।

আরও পড়ুন- প্রাথমিক শিক্ষাসেলের নয়া রাজ্য কমিটি

রেপো রেট (Repo Rate) কমেছে ২৫ বেসিস পয়েন্ট। ফলে এখন রেপো রেট ৬.৫ শতাংশ থেকে কমে হল ৬.২৫ শতাংশ। আরবিআইয়ের নীতি নির্ধারণ কমিটির ৩দিনের বৈঠকের পর এদিন এই ঘোষণা করেছেন গভর্নর। শেষবার ২০২০ সালে কমানো হয়েছিল সুদের হার।

 

 

Latest article