বহু নিয়ম না মানার জেরে এবার দুটি বেসরকারি ব্যাঙ্ককে বড় অঙ্কের জরিমানা করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। গুরুতর বেনিয়মের অভিযোগে আইসিআইসিআই এবং মাহিন্দ্রা কোটাক ব্যাঙ্ককে (ICICI Bank-Kotak Mahindra) জরিমানা করা হয়েছে।
লেনদেন এবং পলিসি সংক্রান্ত বহু নিয়ম না মানার জেরে জরিমানা করা হয়েছে বলে জানানো হয়েছে। আরবিআই-এর তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, প্রতারকদের শনাক্ত করতে না পারা এবং ঋণ সংক্রান্ত নিয়মাবলি ঠিকভাবে পালন না করায় আইসিআইসিআই ব্যাঙ্ককে (ICICI Bank-Kotak Mahindra) ১২ কোটি ১৯ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও ঋণ সংক্রান্ত অনিয়ম, ঋণের টাকা আদায়ের জন্য নিয়ম বিরুদ্ধ কাজ করা এবং ব্যাঙ্কের হিসাবের তহবিলে গোলযোগের কারণে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ককে ৩ কোটি ৯৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
আরও পড়ুন-প্রশ্ন, কেন আড়াল অভিযুক্ত অধ্যাপকদের, বিশ্বভারতীতে সাত ছাত্রী অনশনে
একই সঙ্গে আরবিআই সাফা জানিয়ে দিয়েছে, বেনিয়মের কারণেই এই জরিমানা। এর প্রভাব কোনভাবেই গ্রাহকদের উপর পড়বে না। গত জুন মাসে অ্যাক্সিস, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র এবং জম্মু ও অ্যান্ড কাশ্মীর ব্যাঙ্ককেও জরিমানা করা হয়।