এবার আর ব্যবহার করা যাবে না ২০০০ টাকার নোট (RBI withdraws 2000 note) । ২০০০ টাকার নোট তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। RBI-এর তরফে জানিয়ে দেওয়া হলো আগামী ৩০ সেপ্টেম্বরের পর আর ব্যবহার করা যাবে না ২০০০ টাকার নোট (RBI withdraws 2000 note)। RBI জানিয়েছে আর এই নোট ছাপা হবে না।
উল্লেখ্য, ২০১৬ সালের ৮ নভেম্বর ভারতে পুরনো ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিলের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সাত বছর পর ফের নোট বাতিলের সিদ্ধান্ত। আগামী ২৩ মে থেকে সব ২ হাজার টাকার নোট বদলের প্রক্রিয়া শুরু হবে। একসঙ্গে ২০,০০০ টাকা পর্যন্ত নোট বদল করা যাবে। অক্টোবরের পয়লা থেকে বাজারে আর দু হাজার টাকার নোট চলবে না।
আরও পড়ুন: CBI তলব: ৩-৪বছর ধরে তদন্তের নামে ডাকাডাকি! ক্ষমতা থাকলে গ্রেফতার করার চ্যালেঞ্জ অভিষেকের