ট্রাম্পের শুল্ক হুমকি, অপরিবর্তিত রেপো রেট

Must read

বিশ্ববাজারে আর্থিক অস্থিরতা। মার্কিন যুক্তরাষ্ট্রের নয়া আমদানি শুল্ক আরোপের সম্ভাবনা। শুল্ক নিয়ে ট্রাম্পের হুমকি। ভারতীয় মুদ্রা দুর্বল হতে পারে। এরই মধ্যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের মূলনীতি সুদের হার বা রেপো রেট (Repo Rate) ৫.৫ শতাংশে অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার চলতি অর্থবর্ষের তৃতীয় দ্বি-মাসিক আর্থিক নীতি ঘোষণা করতে গিয়ে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর সঞ্জয় মালহোত্রা জানিয়েছেন আপাতত রেপো রেট বাড়ছে না। যা ছিল তাই থাকছে। এদিন সঞ্জয় মালহোত্রা চলতি অর্থবর্ষে দেশের মুদ্রাস্ফীতির হার এবং জিডিপি গ্রোথের পূর্বাভাসও দিয়েছেন। রিজার্ভ ব্যাঙ্কের পূর্বাভাস, ২০২৫-২৬ অর্থবর্ষে দেশের জিডিপি পৌঁছবে ৬.৫ শতাংশে। গত ৪ অগাস্ট থেকে মালহোত্রার নেতৃত্বাধীন ছয় সদস্যের আর্থিক নীতি কমিটির বৈঠক শুরু হয়। সেই আর্থিক নীতি কমিটির বৈঠকে গৃহীত প্রস্তাব আজ সকালে ঘোষণা করেন আরবিআইয়ের গভর্নর।

আরও পড়ুন-আজ মুখ্যমন্ত্রীর সফর, হাতি-সতর্কতায় তৈরি ত্রিস্তর নিরাপত্তা বলয়

আরবিআই চলতি অর্থবর্ষের শুরুতেই ৫০ বেসিস পয়েন্ট রেপো রেট (Repo Rate) কমিয়ে ৬% থেকে ৫.৫%-এ নামিয়েছে, এবং ক্যাশ রিজার্ভ রেসিও এক ধাক্কায় ১ শতাংশ কমিয়ে ৪%-এর বদলে ৩% করেছে। ফলে এই মুহূর্তে নতুন করে রেট কমানোর প্রয়োজন মনে করেনি কেন্দ্রীয় ব্যাঙ্ক। সুদের হার অপরিবর্তিত রাখায় হোম লোন, গাড়ি লোন বা পার্সোনাল লোনের ইএমআই-তে আপাতত কোনও পরিবর্তন আসছে না। তবে দীর্ঘমেয়াদে সঞ্চয় ও বিনিয়োগে এই সিদ্ধান্তের প্রভাব পড়তে পারে।

Latest article