আমেদাবাদ, ২৭ মে : আইপিএল থেকে ছিটকে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ফাইনালে ওঠার লড়াইয়ে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হেরে স্বপ্নভঙ্গ বিরাট কোহলিদের। এবারও আইপিএল থেকে খালি হাতে ফিরছেন বিরাট। জস বাটলারের ব্যাটিং বিক্রমে ফাইনালের টিকিট পেল সঞ্জু স্যামসনের পিঙ্ক আর্মি। চলতি আইপিএলে চতুর্থ শতরান করে ফেললেন বাটলার। ইংলিশ ব্যাটারের দাপটে আরসিবি-কে ৭ উইকেটে হারিয়ে রবিবার মোতেরার মেগা ফাইনালে গুজরাট টাইটান্সের সামনে পড়ল রাজস্থান। ১৩ বছর পর দ্বিতীয়বার ট্রফি জয়ের লক্ষ্যে নামবে শ্যেন ওয়ার্নের স্মৃতিবিজড়িত ফ্র্যাঞ্চাইজি।
আরও পড়ুন-হলদিয়ার শ্রমিক সমাবেশে জনপ্লাবন দেখে মুগ্ধ অভিষেক বন্দ্যোপাধ্যায়
প্রথমে ব্যাট করে আরসিবির করা ১৫৭ রান ১১ বল বাকি থাকতেই তুলে দিল রাজস্থান। দুরন্ত ফর্মে থাকা বাটলারের বিরুদ্ধে এই রানটা খুবই কম ছিল। সেঞ্চুরি করে ইংরেজ ব্যাটার একাই ভেঙে দিলেন বিরাটদের ট্রফি জয়ের স্বপ্ন। বাটলার অপরাজিত থাকেন ৬০ বলে ১০৬ রানে। হাঁকান ১০টি বাউন্ডারি ও ৬টি ওভার বাউন্ডারি। এবারের আইপিএলে চারটি শতরান-সহ ৮০০-র উপর রান করে বিরাট, ডেভিড ওয়ার্নারের সঙ্গে এলিট তালিকায় নাম লেখালেন বাটলার। এদিন ম্যাচের সেরাও হলেন তিনি।
আরও বলুন-‘খুনের মামলার তদন্ত আটকে দিচ্ছে, শুনেছেন কোনও দিন’ বিচার ব্যবস্থাকে নিশানা অভিষেকের
দ্বিতীয় কোয়ালিফায়ারেও রান পেলেন না বিরাট। মাত্র সাত রান করে আউট হন। ত্রাতা সেই রজত পাতিদার (৫৮)। ইডেনের পর এদিন মোতেরার বাইশ গজেও ব্যাট হাতে দাপট দেখালেন তিনি। তাঁর ব্যাটে ভর করেই ১৫৭ রান তোলে আরসিবি। যদিও তাঁর লড়াই কোনও কাজে এল না। রাজস্থানের পক্ষে প্রসিধ কৃষ্ণ (৩ উইকেট), ম্যাকয় (৩ উইকেট) সব থেকে সফল বোলার।