বেঙ্গালুরু, ২৫ মার্চ : রবিবার চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্সের ব্যাঙ্গালোরের ‘আনবক্স’ অনুষ্ঠান। এদিন দুই প্রাক্তন তারকা এবি ডি’ভিলিয়ার্স ও ক্রিস গেইলকে বিশেষ সম্মান জানাবে আরসিবি। দু’জনকে ফ্র্যাঞ্চাইজির হল অফ ফেমে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত করা হবে।
পাশাপাশি তাঁদের জার্সি নম্বর আর কোনও ক্রিকেটারকে না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডি’ভিলিয়ার্স ১৭ এবং গেইল আরসিবির হয়ে
খেলার সময় যথাক্রমে ১৭ ও ৩৩৩ নম্বর জার্সি পরতেন। দর্শকরা টিকিট কেটে এই অনুষ্ঠান দেখতে পারবেন। অনুষ্ঠানের শুরুতে সংগীত পরিবেশন করবেন সোনু নিগম, মার্কিন গায়ক জেসন ডেরুলার মতো নামী শিল্পীরা।
আরও পড়ুন-কেরল বিশ্ববিদ্যালয়ের সেনেট নিয়ে রাজ্যপালের নির্দেশ খারিজ
এদিকে, ভাঙা পা পুরোপুরি সারেনি। তবে আসন্ন আইপিএলে আরসিবির হয়ে নিজের সেরাটাই দেবেন। এমনটাই দাবি গ্লেন ম্যাক্সওয়েলের। গত বছর টি-২০ বিশ্বকাপের পর বন্ধুর বাড়িতে পার্টি করার সময় পা ভেঙেছিল ম্যাক্সওয়েলের। যার জন্য অস্ত্রোপচার করতে হয়েছিল। তবে মাঠে ফিরলেও, তিনি এখনও সম্পূর্ণ ফিট নয় বলে জানাচ্ছেন অস্ট্রেলীয় তারকা
আরও পড়ুন-দুয়ারে সরকারে রাজ্যে ২ লাখের বেশি শিবির
আরসিবির ওয়েবসাইটে পোস্ট করা এক ভিডিও সাক্ষাৎকারে ম্যাক্সওয়েল বলেন, ‘‘পায়ের অবস্থা ভালই। তবে ১০০ শতাংশ ফিট হয়ে উঠতে আরও কয়েক মাস সময় লাগবে। আশা করি, এই পা নিয়ে অনায়াসেই আইপিএল খেলে দেব। দল আমার কাছে যা প্রত্যাশা করে, সেটা দিতে পারব।’’ তিনি আরও বলছেন, ‘‘অনেক দিন পর জৈব-দুর্গের বাইরে আইপিএল খেলব। ঘরের মাঠে সমর্থকদের সামনে মাঠে নামার জন্য তর সইছে না।’’