বৃষ্টি সাহা। মালদহ বার্লো বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
“আমরা থাকি ইংরেজবাজারের বিমল দাস কলোনিতে। বাড়ি থেকে প্রায় দেড় কিমি দূরে আমাদের স্কুল। এতদিন পায়ে হেঁটেই যাওয়া-আসা করতে হত। বাবা প্রয়াত হয়েছেন। মাও ছোট ভাইকে নিয়ে সংসারে আমরা তিনজন। নুন আনতে পান্তা ফুরনোর উপক্রম। অভাব-অনটন থাকায় রোজ অতদূর স্কুলে যাওয়া-আসার জন্য যে একটা সাইকেল কিনব, তার ক্ষমতাও ছিল না। অগত্যা অতটা পথ হেঁটেই যাতায়াত করতে হত। তাতে স্কুলে পৌঁছতেই শরীর কাহিল হয়ে যেত। বাড়ি ফিরে পড়াশোনা বা বাড়ির অন্য কাজের ক্ষমতাও থাকত না। ক্লান্তির জেরে ঘুম পেয়ে যেত। এই পরিস্থিতিতে রাজ্য মুখ্যমন্ত্রীর সবুজসাথী প্রকল্পে সাইকেল পেয়ে গেলাম। স্কুলে যাতায়াত এখন গায়েই লাগে না! আমার যে কতটা উপকার হল বলে বোঝাতে পারব না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তিনি শুধু আমার নয় আমার এলাকার বহু ছাত্রীর সমস্যা দূর করেছেন।”
আরও পড়ুন-কৃষকবন্ধু : মুর্শিদাবাদের সাড়ে ৪ লক্ষ কৃষক পেলেন টাকা