কামিন্সদের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত : পূজারা

Must read

নাগপুর, ৫ ফেব্রুয়ারি : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন বর্ডার-গাভাসকর সিরিজে নতুন মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara)। দিল্লিতে নিজের ১০০তম টেস্ট খেলবেন। দীর্ঘ এক দশক ধরে লাল বলের ক্রিকেটে তিনি ভারতীয় ব্যাটিং অর্ডারের অন্যতম স্তম্ভ। ৯৮ টেস্টে ৪৪.৩৯ গড়ে মোট রান করেছেন ৭,০১৪। সেঞ্চুরি ১৯টি।

আরও পড়ুন-ফের বিচারবিভাগকে কটাক্ষ কেন্দ্রীয় মন্ত্রীর

পূজারা (Cheteshwar Pujara) বলছেন, ‘‘অসাধারণ একটা সফর। যখন ক্রিকেট খেলা শুরু করেছিলাম, তখন স্বপ্ন দেখতাম একদিন দেশের হয়ে খেলব। তাই ২০১০ সালে টেস্ট অভিষেকের সময় মনে হয়েছিল, স্বপ্ন সত্যি হল। তবে এই সফরে অনেক কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে। চোট সমস্যা একটা সময় খুব ভুগিয়েছে।’’
আসন্ন টেস্ট সিরিজ নিয়ে পূজারার মন্তব্য, ‘‘অস্ট্রেলিয়া লড়াকু দল। মাঠে নেমে বিপক্ষকে এক ইঞ্চিও জায়গা ছাড়ে না। তবে আমিও চ্যালেঞ্জ নিতে পছন্দ করি। তাই অস্ট্রেলীয়দের সঙ্গে ২২ গজের লড়াইটা দারুণ উপভোগ করি। আমি এখানে স্লেজিংয়ের কথা বলছি না। অস্ট্রেলীয়রা মাঠে প্রচুর কথা বলে। তবে এক্ষেত্রে আমি ক্রিকেটীয় চ্যালেঞ্জের কথাই বলছি।’’ তিনি আরও বলেন, ‘‘অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আমি বেশ কিছু সিরিজে ভাল পারফরম্যান্স করেছি। তবে সেরা ২০১৮-১৯ মরশুমের সিরিজটা। ওই সিরিজে ৫২১ রান করে দলের জয়ে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছিলাম।’’ তাঁর সংযোজন, ‘‘ভারত-অস্ট্রেলিয়া সিরিজ মানেই টানটান উত্তেজনা। প্রত্যেক ক্রিকেটার নিজেদের প্রমাণ করার জন্য মুখিয়ে থাকে। দু’দলের আগের সিরিজগুলো দেখলেই এটা পরিষ্কার হয়ে যাবে। আসন্ন সিরিজেও রোমাঞ্চকর ক্রিকেট যুদ্ধের সাক্ষী থাকবেন সবাই।’’

Latest article