লাইপজিগ, ১৯ জুন : ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মঞ্চে নায়ক বনে গেলেন ফ্রান্সিসকো কনসেসাও (Francisco Conceicao)। ৯০ মিনিটে পরিবর্ত ফুটবলার হিসাবে মাঠে নেমে, দু’মিনিটের মধ্যেই গোল করে দলকে নাটকীয় জয় উপহার দিলেন তিনি। কনসেসাওয়ের (Francisco Conceicao) গোলেই চেক প্রজাতন্ত্রকে ২-১ ব্যবধানে হারিয়ে ইউরো অভিযান শুরু করল পর্তুগাল।
অথচ ম্যাচটা রোনাল্ডোরা যেভাবে শুরু করেছিলেন, তাতে আরও বড় ব্যবধানে জেতার কথা। প্রথম মিনিট থেকেই পর্তুগিজদের আক্রমণের ঝড় সামলাতে হিমশিম খেলেন চেকরা। ৩৭ মিনিটে ম্যাচের সহজতম সুযোগ নষ্ট করেন রোনাল্ডো। সতীর্থ ব্রুনো ফের্নেন্দেজের থ্রু থেকে বল পেয়ে বিপক্ষ গোলকিপারকে একা পেয়েও গোল করতে পারেননি তিনি। বিরতির ঠিক আগে রোনাল্ডোর শট ফের রুখে দেন চেক গোলকিপার।
আরও পড়ুন-গরমে পুড়ছে দিল্লি-নয়ডা, তীব্র তাপপ্রবাহে ৩ দিনে মৃত ১৫
দ্বিতীয়ার্ধের শুরু থেকেও আক্রমণের ঝড় তুলেছিল পর্তুগাল। কিন্তু খেলার গতির বিরুদ্ধে ৬২ মিনিটে গোল করে চেক প্রজাতন্ত্রকে এগিয়ে দেন লুকাস প্রোভোদ। বক্সের বাইরে থেকে নেওয়া তাঁর ডান পায়ের শট অনেকটা বাঁক খেয়ে জালে জড়িয়ে যায়। যদিও সাত মিনিটের মধ্যেই আত্মঘাতী গোলে ১-১ করে দিয়েছিল পর্তুগাল। নুনো মে্ডেসের হেড ঝাঁপিয়ে পড়ে আংশিক সেভ করেছিলেন চেক গোলকিপার স্টানেক। কিন্তু বল সামনে দাঁড়িয়ে থাকা রবিন রানাচের পায়ে লেগে জালে জড়িয়ে যায়। ৮৮ মিনিটে রোনাল্ডোর হেড বারে লেগে ফিরে এলে ফিরতি বল জালে জড়িয়েছিলেন দিয়েগো জোতা। কিন্তু রোনাল্ডো অফসাইডে থাকায় সেই গোল বাতিল করেন রেফারি। পর্তুগিজ সমর্থকরা যখন ধরেই নিয়েছেন ম্যাচটা ড্র হচ্ছে, তখনই নাটকীয়ভাবে গোল করে ম্যাচের ভাগ্য গড়ে দেন কনসেসাও।
এদিকে, এই ম্যাচেই ইউরোর ইতিহাসে বয়স্কতম ফুটবলারের নতুন রেকর্ড গড়েছেন পর্তুগিজ ডিফেন্ডার পেপে। তিনি ভেঙেছেন হাঙ্গেরির প্রাক্তন গোলকিপার গ্যাবো কিরালির রেকর্ড। ২০১৬ ইউরোতে ৪০ বছর ৮৬ দিন বয়সে এই নজির গড়েছিলেন কিরালি। ৪১ বছর ১১৩ দিন বয়সি পেপে সেই নজির টপকে গেলেন।