মাদ্রিদ ও লন্ডন, ৬ ফেব্রুয়ারি : টানটান উত্তেজনার মধ্যে লেগানেসকে ৩-২ গোলে হারিয়ে কোপা দেল রে টুর্নামেন্টের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ। চোটের জন্য দুই তারকা কিলিয়ান এমবাপে ও জুড বেলিংহ্যাম এই ম্যাচ খেলতে পারেননি। আরেক তারকা ভিনিসিয়াস জুনিয়রকেও শুরুতে মাঠে নামাননি রিয়াল কোচ কার্লো আনচেলোত্তি। যদিও সংযুক্ত সময়ে রিয়ালের জয়সূচক গোলটি করে নায়ক বনে গেলেন তরুণ তুর্কি গঞ্জালো গার্সিয়া। যিনি রিয়ালের রিজার্ভ দলের ফুটবলার।
অথচ ম্যাচের প্রথম আধ ঘণ্টার মধ্যেই ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল রিয়াল। ১৮ মিনিটে লুকা মদ্রিচের গোলে ১-০। এরপর ২৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এনড্রিক। বিরতির মিনিট পাঁচেক আগে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান লেগানেসের অ্যাটাকিং মিডফিল্ডার জুয়ান ক্রুজ। ৫৯ মিনিটে ফের গোল করে ২-২ করে দেন ক্রুজ-ই। সবাই যখন ধরেই নিয়েছেন, ম্যাচ অতিরিক্ত সময়ে গড়াচ্ছে, তখনই সংযুক্ত সময়ে (৯৩ মিনিট) ব্রাহিম দিয়াজের ক্রসে মাথা ছুঁইয়ে ৩-২ করেন ২০ বছর বয়সি গঞ্জালো।
আরও পড়ুন-ভেঙে পড়ল সেনা-বিমান
এদিকে, ৭০ বছর পর ঘরোয়া ফুটবলে কোনও বড় ট্রফি জেতার হাতছানি নিউক্যাসল ইউনাইটেডের সামনে। লিগ কাপের ফিরতি সেমিফাইনালে নিউক্যাসল ২-০ গোলে হারিয়েছে আর্সেনালকে। প্রথম পর্বের ম্যাচটাও একই ব্যবধানে জিতেছিল নিউক্যাসল। ফলে দুই পর্ব মিলিয়ে মোট ৪-০ ব্যবধানে জিতে লিগ কাপের ফাইনালে উঠে গেল তারা। ঘরের মাঠে ১৯ মিনিটেই জেকব মারফির গোলে এগিয়ে যায় নিউক্যাসল। ৫২ মিনিটে ২-০ করেন অ্যান্টনি গর্ডন। ১৬ মার্চ লিগ কাপের ফাইনাল। সেদিন লিভারপুল বনাম টটেনহ্যাম হটস্পার ম্যাচের বিজয়ীর মুখোমুখি হবে নিউক্যাসল।