মাদ্রিদ, ১৯ ফেব্রুয়ারি : ওসাসুনাকে (Osasuna) ২-০ গোলে হারিয়ে লা লিগার খেতাবি দৌড়ে টিকে রইল রিয়াল মাদ্রিদ (Real Madrid)। প্রথমার্ধের খেলা গোলশূন্যভাবে শেষ হওয়ার পর, দ্বিতীয়ার্ধে রিয়ালের (Real Madrid) হয়ে গোল দু’টি করেন ফেডেরিকো ভালবার্দে ও মার্কো আসেনসিও। এই জয়ের সুবাদে ২২ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে লিগের দ্বিতীয় স্থান ধরে রাখল রিয়াল। ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।
আরও পড়ুন: হকি ডার্বি ঘিরে রণক্ষেত্র ময়দান
বিপক্ষের ঘরের মাঠে শুরুতে এলোমেলো ফুটবল খেলেছে রিয়াল। তবে ৭৮ মিনিটে গোল করে রিয়ালকে এগিয়ে দেন ভালভার্দে। ৯২ মিনিটে আসেনসিওর গোলে তিন পয়েন্ট নিশ্চিত করে ফেলে রিয়াল। প্রিমিয়ার লিগে নিউক্যাসলকে ২-০ গোলে হারিয়েছে লিভারপুল। নতুন বছরে টানা চার ম্যাচ জয়হীন থাকার পর, পরপর দু’টি ম্যাচ জিতল জুরগেন ক্লপের দল। ১০ মিনিটেই ডারউইন নুনেজের গোলে এগিয়ে গিয়েছিল লিভারপুল। সাত মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করেন কোডি গাকপো। ২২ মিনিটে লাল কার্ড দেখেন নিউক্যাসলের গোলকিপার নিক পোপ। ফলে বাকি সময় ১০ জনে খেলতে হয়েছে নিউক্যাসলকে। এদিকে, ফরাসি লিগে লিলকে ৪-৩ গোলে হারিয়েছে পিএসজি (PSG)। জোড়া গোল কিলিয়ান এমবাপের। একটি করে গোল করেন নেইমার দ্য সিলভা ও লিওনেল মেসি। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে ফ্রি-কিক থেকে অসাধারণ গোল করে দলকে তিন পয়েন্ট এনে দেন মেসি। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই গুরুতর চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন নেইমার।