ইউরোপ সেরা রিয়াল মাদ্রিদ, ১৫তম চ্যাম্পিয়ন্স লিগ জয়

Must read

লন্ডন: প্রথম ৭০ মিনিট দাপিয়ে খেলল বরুসিয়া ডর্টমুন্ড। কিন্তু মাত্র ৯ মিনিটের একটা ঝড়েই বাজিমাত রিয়াল মাদ্রিদের (Real Madrid)! ৭৪ ও ৮৩ মিনিটে জোড়া গোল করে রিয়ালকে ফের ইউরোপ সেরা করলেন দানি কারভাহাল এবং ভিনিসিয়াস জুনিয়র। নিটফল, চ্যাম্পিয়ন্স লিগ খেতাব জিতল রিয়াল। এই নিয়ে ১৫ বার!
অথচ ঐতিহাসিক ওয়েম্বলি স্টেডিয়ামে আয়োজিত ফাইনালের শুরুটা হয়েছিল অন্যভাবে। প্রথম মিনিট থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে রিয়াল রক্ষণকে চাপে রেখেছিল ডর্টমুন্ড। ১৪ মিনিটেই ডর্টমুন্ডের মিডফিল্ডার ইউলিয়ান ব্রান্ড প্রায় গোল করে বসেছিলেন। নিকোলাস ফুলক্রুগের পাস থেকে বল পেয়ে ব্রান্ডের নেওয়া শট অল্পের জন্য পোস্টের বাইরে চলে যায়। ২১ মিনিটে ম্যাটস হুমেলসের ডিফেন্স চেরা পাস থেকে বল ধরে রিয়াল গোলকিপার থিবো কুর্তোয়াকে একা পেয়ে গিয়েছিলেন করিম আদেয়েমি। কিন্তু শট নিতে দেরি করে সেই সুযোগ হাতছাড়া করেন করিম। দু’মিনিট পরেই ফুলক্রুগের শট কুর্তোয়াকে পরাস্ত করেও পোস্টে লেগে প্রতিহত হয়।

আরও পড়ুন- অসমে বন্যায় ঘরছাড়া লক্ষাধিক, ক্ষতিগ্রস্ত চার লক্ষের বেশি

অন্যদিকে, রিয়ালের (Real Madrid) দুই সেরা অস্ত্র জুড বেলিংহ্যাম ও ভিনিসিয়াসকে কড়া পাহারায় রেখেছিল হুমেলসের নেতৃত্বাধীন ডর্টমুন্ড রক্ষণ। বেলিংহ্যাম বা ভিনিসিয়াস বল ধরলেই তাঁদের সামনে চলে আসছিলেন তিনজন ডর্টমুন্ড খেলোয়াড়। ফলে রিয়ালের আক্রমণ সেভাবে দানা বাঁধছিল না। ৪১ মিনিটে ফের গোল করার কাছাকাছি পৌঁছে গিয়েছিল ডর্টমুন্ড। কিন্তু বক্সের বাইরে থেকে নেওয়া মার্সেল সাবিতজারের শট ঝাঁপিয়ে পড়ে রুখে দেন কুর্তোয়া। বিরতির ঠিক আগে আরও একবার দলকে নিশ্চিত পতনের হাত থেকে রক্ষা করেন কুর্তোয়া।
তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই পাল্টা আক্রমণে ঝাঁপায় রিয়াল। ৪৯ মিনিটে টনি ক্রুজের নেওয়া ফ্রি-কিক দক্ষতার তুঙ্গে উঠে রুখে দেন ডর্টমুন্ড গোলকিপার গ্রেগর কোবেল। এরপর বিক্ষিপ্তভাবে সুযোগ নষ্ট করেন ভিনিসিয়াস ও কারভাহালরা। যদিও ৭৪ মিনিটে ক্রুজের কর্নারে মাথা ছুইঁয়ে রিয়ালকে এগিয়ে দেন কারভাহাল-ই। মিনিট পাঁচেকের মধ্যেই ক্রুজের ফ্রি-কিক ফের কর্নারের বিনিময়ে বাঁচিয়ে দেন কোবেল।
যদিও ৮৩ মিনিটে ভিনিসিয়াসের গোলে জয় নিশ্চিত করে ফেলে রিয়াল। মাতসেনের ভুল পাস থেকে বল পেয়ে ফাঁকায় দাঁড়ানো ভিনিসিয়াসকে বাড়িয়ে দিয়েছিলেন বেলিংহ্যাম। গোল করতে কোনও ভুল করেননি ব্রাজিলীয় তারকা। ৮৭ মিনিটে ডর্টমুন্ডের ফুলক্রুগ গোল করলেও, অফসাইডের জন্য তা বাতিল হয়। ক্লাবের জার্সিতে এটাই ছিল ক্রুজের শেষ ম্যাচ। বিদায়বেলার সতীর্থদের কাছ থেকে ট্রফি উপহার পেলেন রিয়ালের জার্মান তারকা।

Latest article